ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বলিউড অভিনেতা রবি কিষাণকে প্রাণনাশের হুমকি

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

বিহারে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে গিয়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ ও বলিউড অভিনেতা রবি কিষাণ। বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি তার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে।

রবি কিষাণ লিখেছেন, ‘সম্প্রতি ফোনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমার মা, পরিবার, এমনকি শ্রীরাম সম্পর্কেও অশালীন মন্তব্য করা হয়েছে। আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত মর্যাদার উপর আক্রমণ নয়, বরং আমাদের বিশ্বাস ও ভারতীয় সংস্কৃতির মূলেও আঘাত।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের হুমকি ও কুরুচিকর মন্তব্য সমাজে ঘৃণা ও অরাজকতা ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।’ ঘটনার পর রবি কিষাণ গোরক্ষপুরের রামগড় তাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গোরক্ষপুরের পুলিশ সুপার (এসপি) অভিনব ত্যাগী গণমাধ্যমকে জানান, ‘রবি কিষাণ লিখিতভাবে জানিয়েছেন যে, নির্বাচনি প্রচারণার সময় তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ফোনকলের সূত্র শনাক্তে সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে ‘

রবি কিষাণ বর্তমানে উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে বিজেপির সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চলমান নির্বাচনি প্রচারে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

DR/FJ
আরও পড়ুন