মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা জর্জ ওয়েন্ড মারা গেছেন। মঙ্গলবার (২০ মে) ভোরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তার বয়স হয়েছিল ৭৬ বছর। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হলিউড অভিনেতা ও প্রযোজক কেলসি গ্রামার বলেন, ‘আমি মনে করি শোক একটি ব্যক্তিগত বিষয়। জর্জ ওয়েন্ডকে অনেক পছন্দ করতাম আমি। শুধু আমি নয়, লাখো লাখো মানুষের প্রিয় ছিলেন তিনি।’
জনপ্রিয় টেলিভিশন শো ‘চিয়ার্স’-এ ‘নর্ম পিটারসন’র চরিত্রে অভিনয় খ্যাতির চুড়ায় পৌঁছে যান। অভিনেতার এক প্রতিনিধি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি একজন সদালাপি মানুষ ছিলেন। যারা তাকে চেনেন, তাদের সবার প্রিয় ও বিশ্বস্ত ছিলেন। তাকে আজীবন স্মরণ করব আমরা।