ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে যা বললেন ডাকোটা

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৯:৩১ এএম

দীর্ঘ ১৫ বছরের অভিনয়জীবনে প্রথমবারের মতো ইন্টিমেসি কো-অর্ডিনেটরের (অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সমন্বয়ক) সঙ্গে কাজ করলেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। অ্যামি পোহলারের পডকাস্ট গুড হ্যাং-এ দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

‘ফিফটি শেডস অব গ্রে’ ট্রিলজিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন ডাকোটা। তবে সে ছবিতে ইন্টিমেসি কো- অর্ডিনেটর ছিলেন না- সেটাও অকপটে জানালেন জনসন।

‘সে দারুণ,’ নিজের প্রথম ইন্টিমেসি কো–অর্ডিনেটর সম্পর্কে বলছিলেন ডাকোটা। ‘আসলে ব্যাপারটা খুব চমৎকার লেগেছে। কারণ, আমি তো এত দিন ধরে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে এসেছি। কিন্তু সত্যি বলতে, সেগুলো পর্দায় দেখতে আকর্ষণীয় লাগলেও শুটিং মোটেই তা নয়।’

ডাকোটার ভাষ্য অনুযায়ী, যেকোনো অন্তরঙ্গ দৃশ্যের আগে তিনি চরিত্র বিশ্লেষণ করে নেন- চরিত্রটি কে? দর্শকের কাছে সে কেমন? তার দর্শক কী? গৃহিণী? একাকী? ভীত? রক্ষণশীল? এসব জানার পর চরিত্রের প্রযোজনে অন্তরঙ্গ দৃশের শুটিংয়ে রাজি হন তিনি।

‘ফিফটি শেডস’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আগেও মুখ খুলেছিলেন অভিনেত্রী। ২০২২ সালে ভ্যানিটি ফেয়ারকে তিনি বলেন, এই ছবিগুলো তৈরি করা ছিল ‘প্রায় উন্মাদনার মতো করে।’

‘আমি যেটা চেয়েছিলাম, ছবির চূড়ান্ত সংস্করণ তার থেকে একেবারেই আলাদা ছিল,’ বলেছিলেন তিনি। সাক্ষৎকারে তিনি আরও বলেন, ‘আমি অডিশন দিই, তখন “পারসোনা” ছবির একটা মনোলগ পড়েছিলাম। তখন ভেবেছিলাম, এই কাজ বুঝি বিশেষ কিছু হতে চলেছে। কিন্তু পরে যা হলো, তা আসলে একেবারেই অন্য রকম কিছু। সবকিছু মিলিয়ে ছবিগুলোর অংশ হতে পেরেছি বলে কৃতজ্ঞ। তবে সিনেমাটি ছিল আমার জন্য কঠিন যাত্রা।’

SN
আরও পড়ুন