বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ তার দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান ও সম্পর্কের পরিণয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত বছরের ডিসেম্বরে বাগদানের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেন তারা, এবং নয় মাস পর এক ছাদের তলায় বসে বিয়ে সেরে নেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে সেলেনা গোমেজ নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন। সেই পোস্টে নবদম্পতির কিছু যুগলবন্দি ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে উল্লেখ করা হয়েছে বিশেষ তারিখ ‘৯-২৭-২৫’, অর্থাৎ গত শনিবার (২৭ সেপ্টেম্বর) তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ছবিগুলোতে নবদম্পতিকে চুম্বন ও আলিঙ্গন করতে দেখা যায়। পোস্টে বেনি ব্লাঙ্কো মন্তব্য করেন, আমার সত্যিকারের স্ত্রী।
বিয়ের দিনে সেলেনা গোমেজ পরেছিলেন রাল্ফ লরেন কাস্টম-মেড সাদা পোশাক, যার ফুলের কারুকাজ নজর কাড়েছে। অন্যদিকে, বেনি ব্লাঙ্কো পরেছিলেন রাল্ফ লরেনের কালো টাক্সিডো ও বো টাই।
সেলেনার এই পোস্টে মাত্র তিন ঘণ্টায় ৭ মিলিয়নেরও বেশি প্রতিক্রিয়া আসে। ভক্ত ও সহকর্মীরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভরে দিয়েছেন।

সেলেনা গোমেজের ব্যক্তিগত জীবন বহু বছর ধরে অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে তার সম্পর্ক অনেকবার শিরোনামে এসেছে। তবে ২০১৮ সালে জাস্টিন হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে নেওয়ার পর সেলেনা বেশ আঘাত পান।

এরপর সেলেনা নিজেকে কাজ ও সঙ্গীতের মধ্যে নিমগ্ন রাখেন। ২০১৯ সালে তিনি বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন। ২০২৩ সালের ডিসেম্বরে তারা প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা ঘোষণা করেন। অবশেষে পাঁচ বছরের সম্পর্কের মধ্য দিয়ে এই প্রেমের গল্প পূর্ণতা পেয়েছে।
কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন আজ
অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’