দুই ভাই কেভিন জোনাস এবং জোন জোনাসের সঙ্গে গত শুক্রবার মুম্বাইয়ে আসেন পপ তারকা ও প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস।
গত ২৭ জানুয়ারি মুম্বাইয়ে শ্রোতাদের সামনে পারফর্ম করে হলিউডের জনপ্রিয় পপ ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’। সেখানে হিন্দি গানও পরিবেশন করেন নিক। মঞ্চে শ্রোতা এবং অনুরাগীদের মন জয় করলেও অনুষ্ঠান শেষে মুম্বাই বিমানবন্দরে এসে বিপাকে পড়লেন এই পপ তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে নিককে বিমানবন্দরের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ‘লোলাপালুজা’ কনসার্টে পারফর্ম করার পর সোমবার (২৯ জানুয়ারি) ভোরের দিকে মুম্বাই থেকে আমেরিকার উদ্দেশে রওনা দিচ্ছিল ‘জোনাস ব্রাদার্স’।
সেদিন নিজের টিকিট আনতে ভুলে গিয়েছিলেন নিক। যার কারণেই বিমানবন্দরে ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। তার আগে এক কোণে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কার স্বামী নিক।
