ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন শুরু হয়েছে ১৯ এপ্রিল থেকে। চলবে ১ জুন পর্যন্ত। এ নির্বাচনে ৫৪৩ জন সংসদীয় প্রতিনিধি নির্বাচিত হবেন। সাতটি ধাপে নির্বাচনে অনুষ্ঠানের পর ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন ২০২৪।
ভারতের বিনোদন জগতের তারকাদের অনেকেই অংশ নিয়েছেন এ নির্বাচনে। চলমান লোকসভা নির্বাচনে বলিউড তারকা প্রার্থীদের যেন ছড়াছড়ি। বিভিন্ন দল থেকে প্রার্থী হয়েছেন হেমা মালিনী, অরুণ গোভিল ছাড়াও টালিউড অভিনেতা দেব, রবি কিষান, অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় এর মত তারকারা। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বলিউডের ‘আইটেম গার্ল’ খ্যাত রাখি সাওয়ান্তও। কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন তিনি। বিজেপি সমর্থিত আরেক তারকা প্রার্থী কঙ্গণার বিরুদ্ধে লড়তে চান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড এই তারকার আশা ছিল নরেন্দ্র মোদির দল বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে অংশ নেওয়া। কিন্তু তা হয়নি। তাই তিনি কংগ্রেসের কাছে দ্বারস্থ হয়েছেন। তাকে নির্বাচনের টিকেট দিতে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর কাছে আবদারও করেছেন তিনি।
