ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কঙ্গনাকে চড় মেরে প্রতিশোধ নিলেন নারী জওয়ান

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:৩০ পিএম

বিমানবন্দরে চেকিংয়ের সময় বিজেপির তারকা প্রার্থী কঙ্গনাকে ভারতীয় এক নারী জওয়ান চড় মারেন বলে অভিযোগে উঠেছে। 

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে সংসদীয় বৈঠকে যোগ দিতে দিল্লি গেছেন এই অভিনেত্রী। দিল্লির বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে গেলে সেখানে হেনস্তার শিকার হয়েছেন তিনি। 

এবারের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানায়, কঙ্গনাকে চড় মারায় অভিযুক্ত মহিলা জওয়ানের নাম কুলবিন্দর কাউর। দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। এদিন তারই প্রতিশোধ নিলেন তিনি। তবে এটি এখনও প্রমাণিত নয়।

কঙ্গনা রনৌতকে চড় মারার পর রেহাই পাননি ওই মহিলা জওয়ান। ঘটনার সময় কঙ্গনার সঙ্গে ছিলেন বিজেপি নেতা মায়াঙ্ক মাথুর। তিনি পাল্টা ওই জওয়ানকে চড় মারতে উদ্যত হন। যদিও শেষ পর্যন্ত অন্য নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে মায়াঙ্কের হাত থেকে রেহাই পান কুলবিন্দর। তবে বিজেপি সাংসদকে চড় মারার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রে জানা যায়।

MN/AST
আরও পড়ুন