ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এবার ইউরোপে ক্রুজে প্রি-ওয়েডিংয়ে অনন্ত-রাধিকা!

আপডেট : ০১ জুন ২০২৪, ১০:৩৪ এএম

রিলায়েন্স চেয়ারপার্সন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উদযাপন পুরোদমে চলছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিখ্যাত আমেরিকান ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজ ইতালির একটি ক্রুজে অতিথিদের জন্য পারফর্ম করছেন।

বৃহস্পতিবার (৩০ মে) একজন রেডিট ব্যবহারকারী আম্বানি ক্রুজের একটি ক্লিপ শেয়ার করেছেন, যেখানে ব্যাকস্ট্রিট বয়েজের সদস্য নিক কার্টার, হাউই ডরো, ব্রায়ান লিট্রেল, এজে ম্যাকলিন এবং কেভিন রিচার্ডসনকে অল-হোয়াইট পোশাক পরে ক্রুজে শ্রোতাদের জন্য তাদের হিট গান ‘আই ওয়ান্ট টু বি উইথ ইউ’ পরিবেশন করতে দেখা গেছে।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ইতালির সিসিলির পালেরমোতে জিও-ট্যাগ করা ব্যয়বহুল দিনের ক্রুজের একটি ভিডিওও পোস্ট করেছেন, যেখানে অনেক বলিউড সেলিব্রিটি এবং অন্যান্য অতিথিরা বোর্ড করবেন বলে আশা করা হচ্ছে। বুধবার ইতালিতে শুরু হওয়া ক্রুজটি শুক্রবার ফ্রান্সে শেষ হবে।

বলিউড তারকাদের মধ্যে রয়েছেন- শাহরুখ খান, তার সন্তান আরিয়ান ও সুহানা খান, আলিয়া ভাট, রণবীর কাপুর ও তাদের মেয়ে রাহা কাপুর, রণবীর সিং, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, করণ জোহর, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর ও তার বাবা বনি কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খান ও দিশা পাটানি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরহান আওয়াত্রামনি, যিনি অরি নামেও পরিচিত, ইতোমধ্যেই বোর্ডে রয়েছেন।

অনন্ত ও রাধিকার এটি দ্বিতীয় প্রি-ওয়েডিং ইভেন্ট। মার্চে গুজরাটের জামনগরে অনুষ্ঠিত প্রথম আসরে বলিউড, খেলাধুলা, ব্যবসা এবং রাজনীতির বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনন্ত আম্বানির ভানতারা বন্যপ্রাণী অভয়ারণ্যে আয়োজিত এই অনুষ্ঠানে গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী গায়িকা রিহানা ভারতে তার প্রথম পারফরম্যান্স করেছিলেন। সূত্র: হ্যালো ইন্ডিয়া

MB/FI
আরও পড়ুন