ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এখনও শোকে বিহ্বল পূজা চেরি

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পিএম

চলতি বছরের মার্চের শেষ দিকে মাকে হারিয়েছিলেন চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি। প্রিয় মাকে হারিয়ে এখনও শোকে বিহ্বল পূজা। তাই শারদীয় দুর্গা উৎসব ঘিরে কোনো পরিকল্পনা নেই এ নায়িকার। নিজের জন্য কেনাকাটাও করেননি।

জানা গেছে, বর্তমানে সিরাজগঞ্জে রয়েছেন পূজা। সেখানে ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’র শুটিং চলছে। রায়হান রাফীর সিরিজটির শুটিং চলবে অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত।

পূজা চেরি জানান, সবাই জানেন, মা আমার সঙ্গে নেই। তিনি মারা গেছেন ছয় মাস হতে চলেছে। গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। বিষয়টা এমন, আমি তার মা। ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য একটা সুতাও কিনিনি। কিনবও না। কাজে ব্যস্ত থাকব।

উল্লেখ্য- চলতি বছরের মার্চের শুরু থেকে পূজা চেরির মা নানান ধরনের অসুস্থতায় ভুগছিলেন। মাঝে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এরপরে তাকে বাসায় নেওয়া হলে গত ২৪ মার্চ সকালে তিনি মৃত্যুবরণ করেন। তারপর থেকেই মা হারানোর শোক নিয়ে সময় পাড় করছেন পূজা।

AS/WA
আরও পড়ুন