নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিমার্ক নামক বিদেশি কোম্পানি কতৃক উৎপাদিত হারলান নিউইয়র্ক ব্র্যান্ডের একটি কসমেটিকস বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। এ সময় তার সাথে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নস্থ নয়াপুর বাজার সিটি প্লাজায় এ হারলান নিউইয়র্ক ব্র্যান্ডের কসমেটিকস বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি পূজা চেরি বলেন, রিমার্ক নামক কোম্পানির উৎপাদিত হারলান নিউইয়র্ক ব্র্যান্ডের এ বিদেশি কসমেটিকসে স্কীনের কোনো ক্ষতি করবে না। এটি এ দেশের শিশু, কিশোর- কিশোরী, যুবক-যুবতী ও আবালবৃদ্ধ সকলেই ব্যবহার করতে পারবেন। তাছাড়া এসব হারলান নিউইয়র্ক ব্র্যান্ডের কসমেটিকস বিএসটিআইয়ের পরীক্ষিত ও অনুমোদিত।
অভিনেত্রী বলেন, এসব কসমেটিকস আমি নিজে এবং আমাদের চলচ্চিত্র শিল্পীরা নিয়মিত ব্যবহার করছি। এতে কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। তাই উপস্থিত লোকজনসহ সকলকে নয়াপুরস্থ সিটিপ্লাজার হারলান নিউইয়র্ক কসমেটিক বিক্রয়কেন্দ্র থেকে এসব কসমেটিকস ক্রয় করতে আহ্বান জানাছি।
এ সময় অভিনেত্রী পূজা চেরি ও নায়ক ইমনকে দেখতে শত শত উৎসুক জনতার ঢল পড়ে নয়াপুর বাজার সিটি প্লাজায়।
