ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাবাকে নিয়ে জয়ের আবেগঘন পোস্ট 

সম্প্রতি জয় তার বাবাকে নেয় এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না।’

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১১:৩৭ এএম

ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয় অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে প্রমাণ করে চলছেন আড়াই দশক ধরে। মিডিয়াতে সবমসয়ই তিনি থাকেন আলোচনা ও সমালোচনায়।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সম্প্রতি জয় তার বাবাকে নেয় এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, জয় তার দুই ছেলের সঙ্গে সোফায় বসে রয়েছে, পাশে রয়েছেন অভিনেতার বাবা। আরেকটি ছবিতে বাবা-ছেলে ক্যামেরাবন্দি হয়েছেন।

শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না। যেমন মায়ের মত মায়া অন্য কেউ দিতে পারে না। আমার ছায়া নেই কিন্তু এখনো মায়া আছে। যাদের মায়া এবং ছায়া দুটোই নেই তারা বাঁচে কীভাবে?’

কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘আল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া সব মা বাবাকে তুমি জান্নাত নসিব করিও আমীন।’ 

আরেকজনের ভাষ্য, ‘আমার বাবা মারা যাওয়ার ১৫বছর হয়ে গেছে। এক মাস আগে মা ও মারা গেছে। আজ আমি একা। বড় অসহায়।’

AA
আরও পড়ুন