দুবাই এয়ারপোর্ট থেকে দেশে ফিরতে আকুতি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে এক পোস্টে এই আকুতি জানান জয়।
ওই ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘দুবাই এয়ারপোর্ট থেকে আমাদেরকে দেশে ফেরানোর জন্য একান্ত অনুরোধ করছি। আমাদের ফোনও কাজ করছে না। আমাদের আমেরিকা যাবার কথা আমরা যেতে পারবো না যাওয়ার দরকারও নাই আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন।’

জয় আরও জানান, ‘দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসিলার জেনারেল জামিল সাহেবের সাথে গত রাত পর্যন্ত কথা হয়েছিল কিন্তু এখন আর কথা বলাও সম্ভব না। কারণ আমাদের ইন্টারনেট সাপোর্ট দিচ্ছে না। ফোনেও চার্জ নাই। একটা ভয়াবহ অবস্থা। আমরা টার্মিনাল থ্রি তে বি টুয়েন্টি ওয়ান এ আছি গত ২৪ ঘণ্টা ধরে। ফোনে না পাওয়া গেলে এই জায়গায় যদি বাংলাদেশি দূতাবাসের কেউ আমাকে হেল্প করতে চায় খুঁজে পাবে।’
উল্লেখ্য, ভারী বর্ষণে আকস্মিক বন্যায় রানওয়ে প্লাবিত হয়ে বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা এখনও স্বাভাবিক হয়নি। ফ্লাইট বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
