‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর শুক্রবার (৩১ জানুয়ারি) আবার মঞ্চে ফেরেন সাবিনা ইয়াসমীন। তবে সেখানে গান গাওয়ার অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি এই সংগীতশিল্পী।
এরপর দ্রুত তাকে নেওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। এদিন রাত সাড়ে ১০টায় সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ জানিয়েছিলেন, সাবিনা ইয়াসমীন সুস্থ আছেন। তাঁকে বাসায় নিয়ে যাওয়া হবে।
তবে শনিবার সকালে সাবিনা ইয়াসমীনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানান, সাবিনা ইয়াসমীনকে চিকিৎসকরা এখনো পর্যবেক্ষণে রেখেছেন। তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

আজ একই মঞ্চে গাওয়ার কথা ছিল সাবিনা ইয়াসমীনের। ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের মঞ্চে গাওয়ার কথা রয়েছে বরেণ্য এই শিল্পীর। তবে হাসপাতালে ভর্তি থাকা ও চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে গাওয়া হবে না বলে জানিয়েছেন ইয়াসমিন ফায়রুজ বাঁধন।
