আসন্ন ঈদুল আজহায় ভয়ংকর রূপে পর্দায় ধরা দিচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’-এ ভিন্নরূপে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরেছেন জনপ্রিয় এ তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় পোস্টার। তাতে দেখা যাচ্ছে, এক স্টোর রুমে হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো স্টেথোস্কোপ নিয়ে দাঁড়িয়ে আছেন মোশাররফ করিম। পোশাকে লেগে আছে রক্তের দাগ।
নির্মাতা সঞ্জয় সমদ্দার পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ।’
ক্যাপশন দেখে নেটিজেনরা ধারণা করছেন, এ সিনেমাতে ভয়ংকর ডাক্তারের রূপে দেখা যাবে প্রিয় অভিনেতাকে। এ সিনেমায় নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণকে।
