চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার (২০ মে) সকালে তার মামলার মূল নথি ও জামিন আবেদন পর্যালোচনা করে দেখা যায়, নুসরাত ফারিয়া ৯ জুলাই ২০২৪ থেকে ১৪ আগস্ট ২০২৪ পর্যন্ত এই মামলার ঘটনাকালীন সময়ে দেশের বাইরে (কানাডা) ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা।
জামিন আদেশে বলা হয়েছে, হাজতি আসামির বিরুদ্ধে এজাহারে জামিনের অযোগ্য ধারার অভিযোগ থাকলেও ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামির বিরুদ্ধে পুলিশ রিপোর্ট ব্যতিত আনীত অভিযোগ নিরুপন করা সম্ভবপর নয়। আসামি ১৯ মে ২০২৫ থেকে হতে জেল হাজতে আছে। মামলা তদন্তাধীন।
'এমতাবস্থায়, সার্বিক বিষয়াদি ও বিবেচনায় হাজতি আসামি নুসরাত ফারিয়াকে ৫০০০ টাকা বন্ডে নিয়োজিত বিজ্ঞ আইনজীবী ও একজন স্থানীয় ব্যক্তির জিম্মায় পুলিশ রিপোর্ট দালিখ পর্যন্ত জামিন মঞ্জুর করা হলো।'
গত ২৭ মার্চ আদালতে দায়ের করা মামলায় এনামুল হক নামে এক ব্যক্তি আসামি করেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন অভিনয়শিল্পী ও আরও ২৬৫ জনকে।
আদালতের নির্দেশে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ মে মামলাটি নথিভুক্ত করেন।
এই মামলায় আসামি হিসেবে যে ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে তারা হলেন— নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনুর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা, সায়মন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী ও তারিন জাহান।
জামিন পেলেন নুসরাত ফারিয়া 