রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘নজরুল কনসার্ট ২০২৫’ আয়োজন করেছে কবি নজরুল ইনস্টিটিউট। শনিবার (৩১ মে) বিকেল ৫টায় অনুষ্ঠিত কনসার্টে দেশের জনপ্রিয় ১০টি ব্যান্ড নজরুলের গান পরিবেশন করবে।
চলবে রাত ১০টা পর্যন্ত। দর্শক ও শ্রোতারা বিনামূল্যে কনসার্ট উপভোগ করতে পারবেন।
কনসার্টটি প্রথমে শুক্রবার (৩০ মে) আয়োজন করার পরিকল্পনা হয়েছিল। পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্টের সময় একদিন পেছানো হয়েছে।

এই আয়োজনটি মূলত নজরুলের গান নিয়ে নির্মিত একটি বিশেষ রক অ্যালবামের প্রকাশ উপলক্ষে। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের উদ্যোগে তৈরি এই অ্যালবামে গেয়েছে ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর ব্যান্ড।
অ্যালবামে স্থান পেয়েছে নজরুলের শক্তিশালী বার্তা বহনকারী ১০টি গান। এর মধ্যে রয়েছে-কারার ওই লৌহ কপাট’, ‘জাগো অনশন বন্দী’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘এই শিকল পরা ছল’ সহ আরও কয়েকটি গান।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী জানিয়েছেন, গানের কথা, সুর ও স্বরলিপি হুবহু রেখে ব্যান্ডগুলোর কণ্ঠে গানগুলো রেকর্ড করা হয়েছে। রেকর্ডিংয়ের আগে ব্যান্ড শিল্পীরা প্রখ্যাত নজরুল সংগীতশিল্পীদের তত্ত্বাবধানে প্রশিক্ষণও নিয়েছেন। গানগুলো শিগগিরই ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
ধর্ম নিয়ে মিথ্যা বলায় অপুকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন জয়
গর্ভবতী মা ও নবজাতকের পাশে দাঁড়াতে পরীমনির বিশেষ উদ্যোগ