ঢাকা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

পাঞ্জাবে ক্লিনিকে ঢুকেই অভিনেত্রীর বাবাকে গুলি

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:৪৫ এএম

পাঞ্জাবের একটি ক্লিনিকে রোগী দেখার সময় হঠাৎই গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী তানিয়ার বাবা, চিকিৎসক অনিল জিৎ সিং কম্বোজকে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৪ জুন) দুপুরে পাঞ্জাবের এক ক্লিনিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুইজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি রোগীর ছদ্মবেশে ক্লিনিকে ঢোকেন। প্রথমে চিকিৎসকের সঙ্গে কথাও বলেন তারা। হঠাৎ করেই চিকিৎসকের কাছাকাছি এসে গুলি চালিয়ে পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতী।

গুলিবিদ্ধ অবস্থায় ডা. কম্বোজ মাটিতে লুটিয়ে পড়লে তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরেই তিনি অজানা নম্বর থেকে খুনের হুমকি পাচ্ছিলেন। তবে পরিবার থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কেন এই হামলা, কারা এর পেছনে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

তানিয়ার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই মুহূর্তে আমাদের পরিবার অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সবার কাছে অনুরোধ, দয়া করে আমাদের গোপনীয়তা রক্ষা করুন। কোনও গুজব ছড়াবেন না এবং মানবিক হোন। আপনারা পাশে থাকুন, এটাই আমাদের প্রয়োজন।’

এদিকে, এই ঘটনার পর তানিয়ার অনুরাগীরা ও পাঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসক কম্বোজের দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মী এবং অভিনেত্রী তানিয়ার সহকর্মীরাও।

khk
আরও পড়ুন