ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রণবীর সিংয়ের ছবির সেটে পাকিস্তানের পতাকা!

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম

পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তান দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান একেবারে বন্ধ। ভারতে নিষিদ্ধ পাকিস্তানের শিল্পীরা। কিন্তু এবার ভারতীয় অভিনেতা রণবীর সিংয়ের সিনেমার সেটেই উড়ছে পাকিস্তানের পতাকা! অভিনেতা তার ৪০ তম জন্মদিনে নিজের আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর প্রচার ঝলক প্রকাশ্যে আনেন। সেই ছবির সেট থেকে ভাইরাল হল ছোট্ট একটা দৃশ্য। তা দেখেই রণবীরের উপর রুষ্ট নেটপাড়া।

রণবীরের ছবির সেটে পাকিস্তানের পতাকা দেখে অনেকেই ভেবেছিলেন, এই ছবির শুটিং হয়তো প্রতিবেশী রাষ্ট্রে হচ্ছে। কিন্তু তা সত্য নয়। বরং আদিত্য ধর পরিচালিত এই ছবির বেশ কিছু অংশে দেখা যাবে পাকিস্তানের প্রেক্ষাপট। সে সব দৃশ্যের পুরোটাই শুটিং করা হয়েছে পঞ্জাবের লুধিয়ানায় শহরে। প্রায় ৬ একর জমির উপর সেট তৈরি করেন শিল্প নির্দেশক সাইনি জোহরভ। অনেকটা শুটিং হয়েছে তাইল্যান্ডেও।

বেশ কয়েক দিন আগেই সাইনি জানান, এই ছবিতে পাকিস্তানের অলিগলি দেখা যাবে। পরিচালক হিসাবে আদিত্য ভীষণ খুঁতখুঁতে। কাজের সঙ্গে কোনও আপোস করতে রাজি নন তিনি। তাই সাইনির উপরে নির্দেশ ছিল হয় এ দেশে, নয় বিদেশে পাকিস্তানের নিখুঁত সেট তৈরি করতে হবে। পরিচালকের এই নির্দেশ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন শিল্প নির্দেশক। তিনি ইউটিউব থেকে ভিডিয়ো সংগ্রহ করেন। খুঁটিয়ে পড়েন পুরনো কিছু সংবাদপত্র। এ সব থেকে পাকিস্তানের রাস্তাঘাটের বর্ণনা সম্পর্কে ওয়াকিবহাল হন। তৈরি করে সেট।

‘ধুরন্ধর’ একটি বাস্তব ঘটনাভিত্তিক চলচ্চিত্র। শোনা যাচ্ছে রণবীর সিং এতে অভিনয় করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের অনুপ্রেরণায় তৈরি চরিত্রে। গল্পের পটভূমি পাকিস্তানে ভারতীয় গুপ্তচরদের সাহসী অভিযান ঘিরেই।

FJ
আরও পড়ুন