ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘আবার হঠাৎ বৃষ্টি’তে ইমরান-কনার গান

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৬:১৩ এএম

সংগীত অঙ্গনের দুই তারকা কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলদিলশাদ নাহার কনাঅডিও গানের পাশাপাশি প্লেব্যাকেও সমানতালে কাজ করে যাচ্ছেন তারাবহু শ্রোতাপ্রিয় গান উপহার দেওয়া এই জুটি এবার গাইলেন কামরুজ্জামান পরিচালিত নতুন চলচ্চিত্রআবার হঠাবৃষ্টি’তেগানটির শিরোনামএকটি গল্প অল্প অল্প’।

গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা। ঢাকার মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে সম্প্রতি গানের রেকর্ডিং শেষ হয়েছে। এরই মধ্যে রাঙামাটির মনোরম প্রাকৃতিক লোকেশনে এর চিত্রায়ন শেষ করেছেন নির্মাতা। নৃত্য পরিচালনায় ছিলেন কোরিওগ্রাফার জাকির হোসেন।

ছবিটি প্রযোজনা করছে দেশের দুই খ্যাতনামা প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। শুরু থেকেই ছবিটির গান নিয়ে আলাদা পরিকল্পনা ছিল নির্মাতার। আর তাতে প্রাণ দিল ইমরান ও কনার কণ্ঠ।

ইমরান বলেন, ‘আমি বরাবরই চেষ্টা করি গল্পনির্ভর ও আবেগঘন গানে কণ্ঠ দিতে। এই গানটি ঠিক তেমনই একটি কাজ। ইমন সাহার সংগীতায়োজন খুব গভীর আবহ তৈরি হয়েছে। কনার সঙ্গে গান করে সবসময়ই স্বাচ্ছন্দ্য পাই। আশা করি, গানটি শ্রোতাদের পছন্দ হবে।’

কনার ভাষ্য, ‘এই গানটি গাওয়ার সময় আমার ভেতরে একটা সিনেম্যাটিক অনুভব তৈরি হয়েছিল। কথা, সুর আর ইমরানের সঙ্গে ডুয়েট সব মিলিয়ে গানটি একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। রেকর্ডিংয়ের সময় থেকেই মনে হচ্ছিল, এটি শ্রোতারা আলাদাভাবে গ্রহণ করবেন। গানটির চিত্রায়নে নতুনত্ব রয়েছে। সবমিলিয়ে এটি শ্রোতাদের মন ভরাবে।

পরিচালক কামরুজ্জামান জানান, আমরা চেয়েছি ‘হঠাৎ বৃষ্টি’ শুধু সিনেমা না, তার গানের মাধ্যমেও দর্শকদের মনে দাগ কাটুক। ইমন সাহার সুরে ইমরান-কনার কণ্ঠ দর্শক-শ্রোতাদের দারুণ অভিজ্ঞতা দেবে।

khk
আরও পড়ুন