ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ম্যারাথন দৌড়ে তৌসিফ মাহবুব

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম

ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ২ ঘণ্টা ৪৭ মিনিটে ২১ কিলোমিটার দৌড়ে এই প্রতিযোগীতা শেষ করেন তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে অ্যাক্টিভ প্লাস বাংলাদেশ ‘হাফ ম্যারাথন ২০২৫’ প্রতিযোগীতার আয়োজন করেন। এতে অংশ নেয় হাজারও মানুষ।

তৌসিফ মাহবুব ম্যারাথন দৌড় শেষে বলেন, ‘২১ কিমি ম্যারাথন শেষ করতে পারবো, এটা আমি কখনো কল্পনাই করিনি’।

কারণ, কভিড হওয়ার পর আমার ফুসফুসের ৩৫ শতাংশ সংক্রমিত হয়ে গিয়েছিল। তখন ১০০ মিটার হাঁটতে গেলে আমার দশ মিনিট বসে থাকতে হতো, বিশ্রাম নিতে হতো। সেখানে এতটা পথ দৌড়ানো সহজ ছিল না। এটা মুখে বলা যত সহজ বাস্তবে অনেক কঠিন।

আমি দেখছিলাম, অনেকেই পারছিলেন না; মাঝপথে অসুস্থ হয়ে যাচ্ছিলেন। এরপর তাদেরকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরেও আমি থামিনি, পুরো ২১ কিমিই শেষ করেছি। এই সাহসটা করতে পেয়েছি আয়োজক তানভীর ভাইয়ের জন্য। তার উৎসাহের কারণেই ঝুঁকি নিয়েছিলাম।

তিনি আরও বলেন, ‘অভিনয়ের বাইরে ব্যক্তি তৌসিফের আরও অনেক কিছু পাওয়ার আছে। এই ম্যারাথন দৌড় তারই একটা। এই অর্জনটা একান্তই ব্যক্তি তৌসিফের। এটা কারো কাছে প্রমাণ করার জন্য নয়, পুরোপুরি নিজের জন্যই করলাম।’

ম্যারাথনে ফিলিস্তিনের পতাকা হাতে নেওয়ার প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘ম্যারাথনের মাঝপথে দেখি, একজন ভাই (দৌড়বিদ) ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দৌড়াচ্ছেন। সেটা দেখে আমি খুব অনুপ্রাণিত হই এবং তার কাছে অনুরোধ করি পতাকাটা দেওয়ার জন্য। তিনি ফিলিস্তিনের পক্ষে যে বার্তাটি পৌঁছে দিতে চেয়েছিলেন, সেটাই আমি নিজের হাতে বহন করি এবং পতাকাটি নিয়েই আমি পুরো ২১ কিলোমিটার দৌড় শেষ করি।

MH/MMS