ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না : স্বস্তিকা মুখার্জি

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০২:৫৬ এএম

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সবসময়ই নিজেকে রেখেছেন আলোচনা ও জনপ্রিয়তার কেন্দ্রে। ব্যক্তিগত জীবন কিংবা অভিনয়—তার প্রায় সবকিছুই ভক্তদের নজরে থাকে। তবে এবার এক বিস্ফোরক মন্তব্যের জেরে তিনি এসেছেন খবরের শিরোনামে।

সম্প্রতি সোশাল মিডিয়ায় ট্রলিং-এর বিরুদ্ধে এক কড়া বার্তা দিলেন এই অভিনেত্রী। দুর্গাপূজার শুভ নবমীর দিনে নিজেকেই নিজে একটি বিশেষ প্রতিজ্ঞা করেছেন বলে জানিয়েছেন স্বস্তিকা। 

পোস্ট করে স্বস্তিকা মুখার্জি লিখেছেন, ‘শুভ নবমী এই পূজাতে নিজেকে একটা প্রমিস করেছি। ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না। যদিও চোখে পড়লে বেশ হাত ইশপিশ করে আমার, ভাবি চুপ করে না থেকে উচিত জবাব দেওয়া দরকার আমি অনুভব করি এটা যোগ্য নয়, ট্রলিং এখন আর ট্রলিংও নয়।’

তার কথায়, ‘একটা মহামারির রূপ ধারণ করেছে। আমাদের সবার জীবনেই নানান ওঠা পড়ার মধ্য দিয়ে যেতে হয় প্রতিনিয়ত, বাড়তি নেগেটিভিটির দরকার নেই। ব্লক একটি নতুন অর্থ খুঁজে পেয়েছে । যারা আমাকে ভালোবাসেন, তাদের সকলের জন্য রইলো ভালোবাসা, আমি এই নিয়েই বাঁচবো।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘আর সেই সমস্ত নারীদের জন্য রইল অভিনন্দন, যারা প্রতিনিয়ত বডি শেমিং, এজ শেমিং -এর বিরুদ্ধে লড়াই করছেন। আমরা তখনই জয়ী হবো যদি আমরা এই লজ্জা নিজেদের সাথে বহন করা বন্ধ করি। তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা।’

HN
আরও পড়ুন