ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওজন কমানোর সহজ পদ্ধতি জানালেন স্বস্তিকা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৪১ এএম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ওজন কমিয়ে নতুন রূপে হাজির হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছোট ভিডিওতে খোলা চুল, কাজল-লাগানো চোখ আর স্বাভাবিক হাসিতে তাকে আগের চেয়ে অনেকটাই ফিট ও উজ্জ্বল লাগছিল। দেখে বোঝাই যাচ্ছিল- গত কয়েক মাসে তিনি দারুণভাবে ওজন কমিয়েছেন।

একজন ভক্ত কমেন্টে লিখেছিলেন, স্বস্তিকা, আপনি কতটা ওজন কমিয়েছেন? কীভাবে এত পরিবর্তন হলো একটু বলবেন? এর জবাবও দিলেন অভিনেত্রী, খুব সহজ ভাষায় জানালেন তার ৬ মাসের ওজন কমানোর রুটিন।

স্বস্তিকা লিখেন- হ্যাঁ, আমি ৬ মাস ধরে নিয়ম করে ওজন কমিয়েছি। প্রতিদিন ৩০-৪৫ মিনিট ব্রিস্ক ওয়াক করেছি। দিনে একবারই মেইন মিল খেয়েছি। রুটি, ভাত, পাউরুটি- এগুলো পুরো বাদ। ভাজাভুজি কিছুই না।

মিষ্টি বা চকোলেট পুরো বাদ দেওয়া আমার পক্ষে কঠিন, তাই এগুলোর পরিমাণ কমিয়ে দিয়েছি আর যেসব খাবার সহজে মেদ বাড়ায় সেগুলো একদম বন্ধ রেখেছি। সময় লাগে, কিন্তু লেগে থাকলে ফল মিলবেই।

HN
আরও পড়ুন