ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টেলর সুইফটের আপত্তিকর ভিডিও ফাঁস!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:২২ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপফে‌ক ভিডিও এখন এক আতঙ্কের নাম। গত বছর নভেম্বর মাসে ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন রশ্মিকা, ক্যাটরিনা, কাজল ও আলিয়া ভাট। ডিসেম্বর মাসে ডিপফেকের কবলে পড়েন আন্তর্জাতিক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভিডিও নয়, নায়িকার ভুয়া অডিও ছড়িয়ে পড়েছিল সমাজিক যোগাযোগ মাধ্যমে। এবার পপ তারকা টেলর সুইফটের আপত্তিকর ছবি ছড়িয়ে পড়লো।

জানা গেছে, এআই প্রযুক্তিতে তৈরি করা টেলর সুইফটের উত্তেজক ছবিগুলো গত ২৬ জানুয়ারি সমাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে (টুইটার) ভাইরাল হয়েছে। এই মুহূর্তে টেলরের ক্রেজ এতো বেশি যে সেই ভুয়া ছবিগুলো ভাইরাল হতে ২৪ ঘণ্টাও লাগেনি! ইতোমধ্যে সেই ছবি দেখেছে ৪৭ হাজারেরও বেশি নেটিজেন। শুধু তাই-ই নয়, টেলরের কুরুচিকর ছবি রিপোস্টও করা হয়েছে প্রায় ২৪ হাজার বার। এক্স থেকে সেসব সরাতে ১৭ ঘণ্টার মতো সময় লেগেছে। এসব ছবি ছড়ানোর অভিযোগে একাধিক অ্যাকাউন্টও সাসপেন্ড করা হয়েছে।

এদিকে চুপ করে বসে ছিলেন না টেলর সুইফটের অনুরাগীরাও। এসব ডিপফেক ছবি যিনি প্রথমবার শেয়ার করেছিলেন তাকে খুঁজে বের করেছেন সুইফট ভক্তরা। স্বাভাবিকভাবেই, অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 

এ বিষয়ে পপ তারকা টেলর নিজে এখনও মুখ খোলেননি। তবে, চুপ করে বসে নেই সেই অভিযুক্ত ব্যক্তি। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, সুইফট ভক্তরা যতই ক্ষমতাশালী হোন না কেন, তার নাগাল পাবেন না।

SN/BS
আরও পড়ুন