ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জেল থেকে বের হয়ে করজোড়ে ক্ষমা চাইলেন আল্লু

‘আমি ভাল আছি। চিন্তার কোনও কারণ নেই। সকলকে অনেক ধন্যবাদ। আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ার সঙ্গে আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হবে করব।’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। তার অন্যতম চর্চিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’ গত ৫ ডিসেম্বর ভারতে মুক্তি পেয়েছে। এই ছবির প্রিমিয়ারে হায়দরাবাদে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। তার জের ধরেই আল্লুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।

শুক্রবার রাতে তাকে জেলে থাকতে হয়েছে। হাইকোর্ট অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার পর শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে বেরিয়েছেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। জুবিলি হিল্‌সে নিজের বাড়িতে ঢোকার আগে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন অভিনেতা। হাত জোড় করে ক্ষমা চাইলেন তিনি। সেই সঙ্গে এ-ও জানালেন, সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল, তাতে তার হাত ছিল না।

বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আল্লু বলেন, ‘‘আমি ভাল আছি। চিন্তার কোনও কারণ নেই। সকলকে অনেক ধন্যবাদ। আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ার সঙ্গে আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হবে করব।’’

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে মৃত্যু হয়েছে এক নারীর। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘‘আমি আরও একবার মৃতের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা সকলে একটা ছবি দেখতে গিয়েছিলাম। সেখানে দুর্ঘটনায় একজন মারা যান। এটা খুব খুব দুর্ভাগ্যজনক ঘটনা। মৃতের পরিবারের পাশে থাকব আমি। প্রাণহানির কোনও ক্ষতিপূরণ হয় না। তবে যেটুকু করা যায়, আমি করব।’’

 

NC
আরও পড়ুন