ভারতের দক্ষিণি মেগাস্টার আল্লু অর্জুন শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে রাত কাটালেন। সেদিনই তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল তেলঙ্গানা হাই কোর্ট। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে তাকে জেল থেকে ছাড়া হয়নি। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে বেরিয়ে বাড়ি ফিরেছেন আল্লু। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।
সকাল ৬টা ৩৫ মিনিটে জেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় আল্লুকে। তাকে নিয়ে যেতে এসেছিলেন বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। তাদের সঙ্গে জুবিলি হিল্সের বাড়িতে ফিরে গিয়েছেন অভিনেতা।
এরআগে আল্লুকে শুক্রবার গ্রেপ্তারের পর ১৪ দিনের কারাবাস দেয় আদালত। তবে কারাগারে প্রেরণের ঘণ্টাখানেকের মধ্যেই তেলেঙ্গানা হাইকোর্ট ৫০ হাজার টাকার মুচলেকায় অভিনেতাকে জামিন দেয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতের হায়দারাবাদে গ্রেপ্তার হন আল্লু। চিক্কাড়পল্লী থানায় নিয়ে যাওয়া হয় এ অভিনেতাকে। এ থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়েছিল।
এদিন দিনভর আল্লুকে গ্রেপ্তারের ঘটনা সিনেমার গল্পকেও যেন হার মানায়!
পুলিশ থানায় নিয়ে যাওয়ার আগে ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনকে মেডিকেল চেকআপ করানোর জন্য নেয়া হয়। সেখান থেকেই নামপল্লী আদালতে শুরু হয় শুনানি। এজলাসে আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী অনুরাগীর। এ অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে।
কত টাকায় জামিন পেলেন আল্লু?
দু’সপ্তাহের কারাবাসে আল্লু
‘পুষ্পা-২’ সিনেমার নায়ক আল্লু অর্জুন গ্রেপ্তার
৭ দিনে ‘পুষ্পা-২’র নতুন রেকর্ড 