ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮৮০ জন গ্রেপ্তার

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৭:২৬ পিএম

রাজধানীসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২৯৫ জন এবং অন্যান্য অপরাধে ৫৮৫ জন রয়েছে। 

শুক্রবার (২২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর সেল থেকে এ তথ্য জানানো হয়।   

এআইজি এএইচএম শাহাদাত হোসেন জানান, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৯৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অপরাধে আরও ৫৮৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় একটি একনলা বন্দুক, তিনটি পুরাতন পাইপগান, তিনটি চাপাতি, ছয়টি ছুরি, দুটি বার্মিচ চাকু, ছয়টি এলজি, তিনটি চাকু, কার্তুজ ৯ রাউন্ড, একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, দেশের অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

MH/MMS
আরও পড়ুন