ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশে যত উদ্যোক্তা বাড়বে, তত বেকারত্ব কমবে: উদ্যোক্তা ফরিদ মোল্লা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পিএম

‘উদ্যোক্তা অর্থের জন্য আটকে থাকে না। মানসিকতা থাকলে সফল হওয়া যায়।’ এমনই দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফরিদ মোল্লা। ছাত্রজীবনে নিজের আয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি। শুধু নিজে স্বপ্ন দেখেন না, বরং অন্যকেও স্বপ্ন দেখতে উৎসাহ দেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখেন।

ফরিদ মোল্লা মনে করেন, দেশের উন্নয়নের জন্য উদ্যোক্তা তৈরি করার কোনো বিকল্প নেই। ‘দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরি করতে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে হবে। চাকরির চেয়ে ব্যবসা ও উদ্যোক্তা হওয়া অনেক বেশি সম্মানের। চাকরি একটি সীমাবদ্ধ জীবন, কিন্তু উদ্যোক্তা স্বাধীনচেতা।’

সেই স্বপ্ন নিয়ে নিজের এলাকার দারিদ্র্য মানুষের কথা ভেবে ফরিদ মোল্লা প্রতিষ্ঠা করেছেন ‘গ্রীণ গোয়ালন্দ পাকিং টাইলস’ নামের একটি প্রতিষ্ঠান। বর্তমানে এখানে ৭০ শতাংশ শ্রমিক নারী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গ্রামের নারীরা শহরে গিয়ে কাজ করতে অনেক বাধার মুখোমুখি হয়। অনেকে শহরে যেতে পারে না। গ্রামে কষ্টের জীবন পার করতে হয়। তাদের কর্মসংস্থানের লক্ষ্যেই আমি নারী শ্রমিক নিয়েছি বেশি। এতে নারীরা ঘরে বসে থাকা নয় বরং কর্মে অংশ নিচ্ছে। দেশে বৃহত্তর জনশক্তি রয়েছে। এই জনশক্তির হাতগুলো কর্মে লাগানো জরুরি।’

তার প্রতিষ্ঠানে তৈরি ‘গ্রীণ গোয়ালন্দ পাকিং টাইলস’ বর্তমানে চারটি রঙে বাজারজাত হচ্ছে। ১৯ এমএম ও ২৫ এমএম (১২ ইঞ্জি, ১২ ইঞ্জি) লাল, কালো, সাদা, নীলসহ চারটি রঙের। শুরু থেকেই পণ্যের মান বজায় রাখায় বাজারে সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। দিন দিন বাড়ছে এর চাহিদা।

ফরিদ মোল্লা বলেন, ‘আমি চাই আমার প্রতিষ্ঠানের তৈরি পাকিং টাইলস দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাক। ধীরে ধীরে সারাদেশে বাজারজাত করা হবে।’ বর্তমান ঢাকাসহ শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় পাওয়া যাচ্ছে। পাকিং টাইলসগুলো বাড়ির আঙিনা, ছাদে, বাগানে সৌন্দর্য বৃদ্ধি করে এবং বয়স্ক মানুষের চলাচলে সুবিধা হয়। অনলাইনে অর্ডার করলে পোঁছোনোর সুব্যবস্থা রয়েছে। তিনি বলেন, ব্যবসা করে শুধু প্রতিষ্ঠান উন্নয়ন করার ইচ্ছা নয়, আমার উদ্দেশ্য বেকার হাতকে কর্মের হাতে রূপান্তরিত করা।  

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘চাকরির জন্য পড়াশোনা নয়, উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়ে পড়াশুনা করতে হবে। যত বেশি উদ্যোক্তা বাড়বে, ততই দেশে বেকারত্ব কমবে। দেশের উন্নয়নে তরুণরাই বড় ভূমিকা রাখতে পারে।’

MH/FJ