শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যেই কলকাতার বড় থেকে ছোট ক্লাবগুলোতে চলছে শেষ মুহূর্তের কাজ। এই উৎসবকে ঘিরে যেমন মানুষের ভিড় ও আনন্দ বাড়ে, তেমনি তৈরি হয় নানা রকম আয়ের পথও। তারই একটি বড় দিক হলো তারকাদের দিয়ে পূজা উদ্বোধন।
প্রতি বছরই ক্লাবগুলো প্রতিযোগিতায় নামে কার মণ্ডপে কোন তারকা আসছেন, দর্শকদের আকর্ষণ বাড়াতে তাই জনপ্রিয় তারকাদের ডাক পড়ে উদ্বোধনের জন্য। তবে তারকাদের উপস্থিতি মানেই মোটা অঙ্কের পারিশ্রমিক।
শোনা গেছে, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন টলি কুইন কোয়েল মল্লিক। তিনি পূজা উদ্বোধনের জন্য বাংলাদেশি টাকায় প্রায় পৌনে ৭ লাখ টাকা নেন। তার কাছাকাছি আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব, দু’জনেরই পারিশ্রমিক প্রায় সোয়া ৪ লাখ টাকা।
জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী উদ্বোধনের জন্য সাড়ে ৩ লাখ টাকা নেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পারিশ্রমিকও প্রায় সোয়া ৪ লাখ টাকা। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা পূজা উদ্বোধন করেন গড়ে পৌনে ৩ লাখ টাকায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও যশ দাশগুপ্তের ক্ষেত্রে অঙ্কটা প্রায় ২ লাখ টাকা।
ড্রয়িংরুমের জনপ্রিয় মুখগুলোর চাহিদাও কম নয়। তবে তাদের পারিশ্রমিক তুলনামূলকভাবে কিছুটা কম। ধারাবাহিকের টিআরপি যত বেশি, পারিশ্রমিকও ততটাই বাড়ে।
‘জগদ্ধাত্রী’ খ্যাত অঙ্কিতা মল্লিক পূজা উদ্বোধনের জন্য নেন প্রায় ৬৫ হাজার টাকা। ‘কথা’ ধারাবাহিকের অভিনেত্রী সুস্মিতা দে নেন ৬০ হাজার টাকা। সাহেব ভট্টাচার্য ও ‘রাণী ভবানী’ খ্যাত রাজনন্দিনী দত্তের পারিশ্রমিক প্রায় ১ লাখ টাকা। আলোচিত জুটি দিতিপ্রিয়া রায় ও জিতু কামাল নেন প্রায় সোয়া এক লাখ টাকা।
অন্যদিকে শুভস্মিতা মুখোপাধ্যায় নেন ৬০ হাজার টাকা, স্বস্তিকা দত্ত ও পল্লবী শর্মা নেন প্রায় ৭০ হাজার টাকা।
একই তারকা একাধিক পূজার উদ্বোধনে হাজির হন, ফলে উপার্জনের অঙ্ক আরও বেড়ে যায়। তবে পারিশ্রমিক নির্ভর করে ক্লাবের অবস্থান ও শহর থেকে দূরত্বের ওপরও।
এ বছরের বুকিং কার্যত শেষ হয়ে গেলেও আয়োজকরা ইতিমধ্যেই আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। সব মিলিয়ে তারকাদের পারিশ্রমিক ঘিরে জমে উঠেছে দুর্গাপূজার উৎসবের আরেকটি রঙিন বাজার।
সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সহকর্মীকে গ্রেপ্তার
বলিউডের যেসব নায়িকা চল্লিশে মা হয়েছেন