হানিয়া আমিরের হঠাৎ অসুস্থতায় ভক্তদের উদ্বেগ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অভিনেত্রীর ছবি অনলাইনে ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তার অসংখ্য ভক্তের মাঝে। 

হানিয়া আমির বর্তমানে হিউস্টনে অবস্থান করছেন একটি আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে। তবে সেখানে পৌঁছানোর পর থেকেই তাকে ক্লান্ত ও অসুস্থ দেখাচ্ছিল বলে জানা গেছে। এখনও পর্যন্ত তার অসুস্থতার সঠিক কারণ প্রকাশ করা হয়নি।

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও টিভি মঙ্গলবার (১৪ অক্টোবর) জানিয়েছে, হাসপাতালে শুয়ে থাকা হানিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে তাকে ক্লান্ত ও বিবর্ণ মনে হয়েছে। অনেকে কমেন্টে প্রশ্ন করেছেন, ‘হানিয়ার কী হয়েছে?’, আবার কেউ লিখেছেন, ‘আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলুক।’

হানিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রার্থনা ও জল্পনায় ভরে উঠেছে নিউজ ফিড। তবে এখনও পর্যন্ত অভিনেত্রী কিংবা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

‘মুঝে প্যায়ার হুয়া থা’ সিরিয়ালের তারকা হানিয়া আমির শুধু পাকিস্তানেই নয়, উপমহাদেশ জুড়েই জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৯০ লাখ, যা তাকে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী সেলিব্রিটিতে পরিণত করেছে।

সম্প্রতি তিনি ভারতের পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ-এর সঙ্গে ‘সরদার জি ৩’ ছবিতে অভিনয় করেছেন, যা সীমান্ত পেরিয়ে তার কাজের পরিধিকে আরও বিস্তৃত করেছে। ভক্তরা বলছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সফলতার সময়েই এমন একটি পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক।

অভিনয়ের পাশাপাশি হানিয়া সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। নিয়মিত ফটোশুট, ব্র্যান্ড ক্যাম্পেইন এবং ব্যক্তিগত মুহূর্তের ঝলক শেয়ার করে থাকেন তিনি। এই কারণে তার অনুরাগীদের সঙ্গে রয়েছে এক ধরনের ব্যক্তিগত সংযোগ।

বর্তমানে হাসপাতালের বিছানায় থাকা হানিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানার জন্য অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরবেন এবং ভক্তদের মাঝে হাসি ফোটাবেন।

NB/SN
সর্বশেষপঠিত