ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাহজালাল অগ্নিকাণ্ড, বাতিল হলো আর্টসেলের কনসার্ট

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল সিলেটে নির্ধারিত কনসার্টে অংশ নিতে পারেনি।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিলেটের ব্লু বার্ড স্কুলে এক বিশেষ আয়োজনের মঞ্চে পারফর্ম করার কথা ছিল ব্যান্ডটির। তবে আগুন লাগার ঘটনায় শেষ মুহূর্তে তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যায়।

রোববার (১৯ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ব্যান্ড সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন এবং ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমরা দুঃখিত। ইনস্ট্রুমেন্টসহ গতকাল (শনিবার) শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঢাকা এয়ারপোর্টে ছিলাম। আশা করেছিলাম, হয়তো যেকোনো সময় ডাক আসবে। তোমরাও অপেক্ষা করছিলে ভালোবাসা নিয়ে। তবু দেখা হলো না!’

বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, ‘অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী, কর্মচারী ও নিরাপত্তাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। একের পর এক গুদাম আগুনে পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক কোটি ডলার বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন আনসার ও পুলিশ সদস্যও।’

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত ৯টার পর কিছু ফ্লাইট পুনরায় চালু হলেও আর্টসেলের নির্ধারিত ফ্লাইটটি বাতিলই থাকে। এই কারণে কনসার্টে যাওয়া তাদের পক্ষে আর সম্ভব হয়নি।

ঘটনার পর আর্টসেল আয়োজক প্রতিষ্ঠান ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, ‘তোমাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা খুব শিগগিরই আবার দেখা করার আশায় থাকলাম। আয়োজকদের ধন্যবাদ- তারা চমৎকার আয়োজন করেছিল।’

শেষে আয়োজক প্রতিষ্ঠান ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্টসেল।

শনিবার বিকেলে বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, এর প্রভাব পড়ে বিমান চলাচলে।

NB
আরও পড়ুন