ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আবারও ঢাকায় আসছেন ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈন

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী অনুভ জৈন দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন। আগামী ১২ ডিসেম্বর ঢাকায় এক কনসার্টে পারফর্ম করবেন এই তরুণ গায়ক।

বাংলাদেশেও অনুভ জৈনের রয়েছে বিপুল ভক্ত-শ্রোতা। তার গান মানেই তরুণদের কাছে এক ধরনের উচ্ছ্বাস, আবেগ আর ভালো লাগার ছোঁয়া।

ইভেন্ট পার্টনার ট্রিপল টাইম কমিউনিকেশনস শিল্পীর আসার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আরিফা শবনম জানান, ‘১০০ ফিটের কোর্টসাইড, মাদানী এভিনিউয়ে অনুষ্ঠিত হবে কনসার্টটি। অনুষ্ঠানটি আয়োজন করছে হাইপ নেশন, আর ‘টিকেট টুমরো’ থাকবে টিকেটিং পার্টনার হিসেবে।’

অনুভ জৈন প্রথমবার বাংলাদেশে পারফর্ম করেন ২০২৩ সালে ‘লেটস ভাইভ ঢাকা’ কনসার্টে। সেদিন তার পরিবেশনায় মাতোয়ারা হয়েছিলেন তরুণ শ্রোতারা।

অনুভ জৈনের সংগীতযাত্রা শুরু হয় ২০১২ সালে, নিজের লেখা গান ‘মেরি বাতমে তু’ ইউটিউবে প্রকাশের মাধ্যমে। গানটি তুমুল জনপ্রিয়তা পায়। পেশাদার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘বারিশেইন’ গানের মাধ্যমে। এরপর ধারাবাহিকভাবে একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি।

তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’, ‘তুম মেরি হো’ ও ‘হুসন’।

দুই মাস আগে কোক স্টুডিও ইন্ডিয়ার জন্য গাওয়া তার গান ‘আরজ কিয়া হ্যায় কি’ সংগীতপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে।

অনুভ জৈনের গান তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে জনপ্রিয়, কারণ তার গানের কথা ও সুরে ফুটে ওঠে ভালোবাসা, বিচ্ছেদ, স্বপ্ন আর না-পাওয়ার মিশ্র অনুভূতি। তার প্রতিটি গানে থাকে আত্মার গভীর সংযোগ যা শ্রোতাদের নিজেদের জীবনের প্রতিচ্ছবি মনে করিয়ে দেয়।

DR/FJ
আরও পড়ুন