ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আভাস

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ‘শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চল থেকে ছড়াবে কিনা সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী শুক্রবার বা শনিবারে বলা যাবে।’

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:০২ পিএম

মাঘ মাস শুরু হলেও এখনও দেশে তীব্র শীত পড়েনি। তবে চলতি মাসে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ হানা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, চলতি মৌসুমে তিন ধাপে শৈত্যপ্রবাহ এলেও তীব্র শৈত্যপ্রবাহ এখনো হয়নি। দেশের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির ঘরে। শনিবারের পর ক্রমশ তাপমাত্রা কমতে পারে। রোববার থেকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।
 
এড়াছা শাহিনুল ইসলাম বলেন, ‘শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চল থেকে ছড়াবে কিনা সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী শুক্রবার বা শনিবারে বলা যাবে।’

তিনি জানান, শীতের সময় হিসেবে বর্তমানে দেশে চলমান তাপমাত্রা কিছুটা অস্বাভাবিক। বিগত কয়েক বছর তুলনায় এখন পর্যন্ত এবার শীত কম।

এদিকে দেশের উত্তরাঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলোতে শীতের প্রকোপ অনেকটা কম। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। এছাড়া অন্যত্র তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে।

FJ/NC
আরও পড়ুন