বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম

মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজও (১১ অক্টোবর) বৃষ্টি হচ্ছে এবং আগামী পাঁচ দিন বৃষ্টির এ প্রবণতা থাকতে পারে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মেঘের একটি ভারী সেল আছে উল্লেখ করে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ভারী সেল শেষ হলেও, আবার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আগামী চার-পাঁচ দিন এমন আবহাওয়া থাকতে পারে।

মৌসুমি বায়ু বিদায়ের আগে এমন অস্থায়ী বৃষ্টিপাত স্বাভাবিক বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, রোববার (১২ অক্টোবর) থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও বর্ধিত পাঁচ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
তারপর দেশের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে, আগামী ২০ অক্টোবরের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত