ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূরুঙ্গামারীতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী পাড়া এলাকায় স্থানীয়রা জারুল গাছের মগডালে অজগর সাপটি দেখতে পায়। পরে তারা বন বিভাগকে খবর দেয়। 

স্থানীয় সাপুড়েরা অজগরটিকে সেখান থেকে নামিয়ে আনে। বনবিভাগ ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সাপটিকে রংপুর বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে। রংপুর বন বিভাগ সিদ্ধান্ত নেবে সাপটি কোথায় অবমুক্ত করা হবে।

স্থানীয় বাসিন্দা বাবু জানায়, মাঠে কাজ করার সময় গাছের মাথায় পাখির কিচিরমিচির শুনতে পাই। পরে ওপরে তাকিয়ে দেখি একটি অজগর সাপ শুয়ে আছে।

স্থানীয় বাসিন্দা ইউনুস আলী বলেন, এই এলাকায় আগে এমন সাপ দেখা যায়নি। কয়েক মাস আগে নদী দিয়ে ভুটান থেকে অসংখ্য গাছ ভেসে এসেছিল। সেসব গাছের সাথে সাপটি ভেসে এসে থাকতে পারে। একটি সাপ ধরা পড়েছে। এমন সাপ আরো থাকতে পারে। আমরা আতঙ্কে আছি। আরো অনুসন্ধান করা প্রয়োজন। 

জহুরুল ইসলাম নামের স্থানীয় বাসিন্দা বলেন, সাপুড়ে মোজাহার ও স্থানীয় বাসিন্দা আসর উদ্দিন সাপটিকে গাছ থেকে নামিয়ে এনে বস্তা বন্দী করে।

ভূরুঙ্গামারীর সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের ডেপুটি রেঞ্জার সেকেন্দার আলী বলেন, সাপটি লম্বায় আট ফুট। সাপটি কুড়িগ্রাম রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন বলেন, ‘সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কুড়িগ্রাম বন বিভাগের মাধ্যমে সাপটিকে রংপুর বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে।’