ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চা-সিগারেট একসঙ্গে পান করলে হতে পারে বিপদ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১০:০২ এএম

কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে অনেকেই চা পান করেন। আবার কেউ কেউ ধূমপানের অভ্যাসে সিগারেট বা বিড়ি খান। কিন্তু যারা একসঙ্গে চা ও সিগারেট গ্রহণ করেন, তাদের জন্য এই অভ্যাস হতে পারে বড় স্বাস্থ্যঝুঁকির কারণ। বিশেষজ্ঞরা বলছেন, হাতে গরম চায়ের কাপ আর জ্বলন্ত সিগারেটের এই ‘ডেডলি কম্বো’ শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোর ওপর ভয়াবহ প্রভাব ফেলে।

অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সকালে বা সন্ধ্যায় চা পান করার সময় অনেক ধূমপায়ী সিগারেট খান। কিন্তু অনেকেই জানেন না, এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরে ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরম চা, ধূমপান ও অ্যালকোহলের সংমিশ্রণ খাদ্যনালি বা ইসোফেজিয়াল ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে। শুধু তাই নয়, চা-সিগারেট একসঙ্গে গ্রহণ করলে ফুসফুসের ক্যানসার, পাকস্থলীর আলসার, এমনকি হজমের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে।

চায়ে থাকা ক্যাফিন হজম প্রক্রিয়া সচল রাখে, কিন্তু সিগারেটের নিকোটিনের সঙ্গে মিশে এটি শরীরে বিপরীত প্রভাব ফেলে। এর ফলে মাথাব্যথা, ঘুম ঘুম ভাব, মানসিক অবসাদ ও দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।

চীনের পিকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারের এক গবেষণায় ৩০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় সাড়ে চার লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণার শুরুতে কেউই ক্যানসারে আক্রান্ত ছিলেন না। নয় বছরের পর্যবেক্ষণে দেখা যায় যারা অতিরিক্ত গরম চা পান করেন, ধূমপান ও মদ্যপান করেন, তাদের ইসোফেজিয়াল ক্যানসারের ঝুঁকি সাত গুণ বেশি।

গবেষকরা আরও জানান, এই অভ্যাসের কারণে আক্রান্তদের গড় আয়ু প্রায় ২০ বছর পর্যন্ত কমে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চা একা পান করা কোনো সমস্যার কারণ নয়। বরং তা শরীরের জন্য উপকারী। কিন্তু ধূমপান বা অ্যালকোহলের সঙ্গে একত্রে চা পান করলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

NB/SN
আরও পড়ুন