বাড়ির বৈঠকখানার দিকে আমাদের নজরদারি সবচেয়ে বেশি। কেন বলুন তো? কারণ অতিথি বাড়িতে ঢুকেই যেন আপনার রুচির প্রশংসা করেন এজন্য নানাভাবে বসার ঘরের সাজগোজ প্রাধান্য পায় আমাদের চিন্তায়। কিন্তু হঠাৎ অতিথি আপনার ওয়াশরুমটাও তো ব্যবহার করতে চাইতে পারেন। এমন হলে তখন যেন অস্বস্তিতে পড়তে না হয় এজন্য লক্ষ্য রাখুন আপনার বাড়ির এই অংশটিতেও। চলুন জেনে নেই কীভাবে পরিচ্ছন্ন, পরিপাটি, আকর্ষণীয় রাখবেন বাড়ির ওয়াশরুমকে।
*ওয়াশরুম এমন জায়গায় হওয়া উচিত যেখানে প্রচুর পরিমাণে আলো বাতাস ঢোকে। বাথরুমে ভেন্টিলেশনের ব্যবস্থা অবশ্যই উন্নত হওয়া দরকার। আলো-হাওয়া কম থাকলে এগজস্ট ফ্যান লাগিয়ে নিন।
* ওয়াশরুমের গোসলের জায়গাটিতে ৭/৮ ইঞ্চি দেয়াল তুলে ওপরে শাওয়ার কার্টন লাগিয়ে নিন। এতে আপনার গোসলের জায়গা ছাড়া পুরো বাথরুম শুকনো থাকবে। বাথরুম যথাসম্ভব শুকনো রাখার চেষ্টা করুন। মনে রাখবেন বামরুমের কমোড যেন দরজার সোজাসুজি না বসানো হয়।
* ওয়াশরুমের কল, কমোড ফ্লাশ এমন ধরনেরই লাগান যা ব্যবহারে সুবিধাজনক আবার দেখতেও আকর্ষণীয় হয়। বেশি কারুকার্যখচিত জিনিস লাগালে তাতে ময়লা যেমন বেশি জমবে তেমনি পরিষ্কারের ঝক্কিও বাড়বে।
* ওয়াশরুমের দেয়ালের রংও এর সৌন্দর্যের একটা বড় দিক। চাইলে যে কোন একটা দেয়াল ভিন্ন রং করতে পারেন। টাইলসের ক্ষেত্রে শাওয়ার এরিয়ায় আলাদা টাইলস ব্যবহার করতে পারেন।
* ওয়াশরুমে পানি চলাচলের ড্রেন যেন পরিষ্কার ও বড় থাকে সেদিকে নজর দিন। পোকামাকড়ের উপদ্রব যেন না হয় সেজন্য পানি নিষ্কাশনের জায়গাগুলোতে ন্যাপথলিন ব্যবহার করতে পারেন।
* টাওয়াল রাখার জন্য যে হ্যাঙ্গারটি বসাবেন সেটি যেন গোসলের পর টাওয়াল আপনার হাতের কাছেই পান এমন স্থানে হয়। এছাড়া বেসিনের পাশেও একটা টাওয়াল রাখার হ্যাঙ্গার বসালে সুবিধা হয়।
* বেসিনের নিচে বসিয়ে নিতে পারেন একটি ক্যাবিনেট, যার মধ্যে আপনি রাখতে পারেন ঝাড়ু, ফিনাইল, হারপিক, ঘর মোছার বালতি, মগ ইত্যাদি আড়াল করে রাখতে পারেন।
* যদিও বেসিনের ওপরের তাকে বা বেসিনের পাশে শ্যাম্পু সাবান রাখার মতো জায়গা প্রায় সব বাথরুমেই থাকে তবুও দেয়ালে একটা ছোট ক্যাবিনেট করে নিলে আরো কিছুটা সুবিধা হবে। বাড়তি সাবান, হ্যান্ড ওয়াশ, টয়লেট টিস্যু এখানে রেখে দিতে পারেন।
* জামাকাপড় ঝুলিয়ে রাখার জন্য বাথরুমের দরজার সঙ্গে হুক লাগিয়ে নিন।
* বাথরুমের আয়না একটু বড় লাগানোই ভালো। এতে আপনার ওয়াশরুমটি যেমন কাকঝক করবে তেমনি বড়ও দেখাবে।
* ময়লা কাপড় রাখার জন্য ঢাকনাওয়ালা একটি ঝুড়ি রাখলে সুবিধা হয়।
* ওয়াশরুমে অনেকে অযথা বিদ্যুত খরচ হবে ভেবে কম পাওয়ারের আলো ব্যবহার করেন। এখানে আর কতক্ষণই বা আলো জ্বালবেন? বরং ওয়াশরুমটাকে আলো ঝলমলে দেখানোর জন্য বেসিনের উপরে আয়নার কাছে একটি আলো ও রুমের মাঝখানে ওপরে একটি আলো জ্বালাতে পারেন। দেখতে আকর্ষনীয় হবে।
* ওয়াশরুমের জানালায় যদি পর্দা লাগাতে হয় তবে এমন পর্দা লাগান যা সহজে ধোয়া যায় ও পানিতে সহজে নষ্ট না হয়। এ ক্ষেত্রে নেটের পর্দা যথেষ্ট উপযোগী।
* এছাড়া ইনডোরে আমরা যে ধরনের গাছ রাখি সেরকম গাছ ওয়াশরুমেও রাখতে পারেন। আজকাল অনেকে শো পিস, দেয়ালে ছোট ফ্রেমও রাখেন।
তবে যতো সাজগোজের আয়োজন থাকুক না কেন প্রথমেই নিয়মিত ওয়াশরুমের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন থাকতে হবে।
