প্রতিদিন ঘরবাড়ির পরিচ্ছন্নতার জন্য পানি ব্যবহার করা হয়- জামাকাপড় ধোয়া থেকে শুরু করে ঘরদোর ও থালাবাসন পরিষ্কার করা পর্যন্ত। তবে কিছু আসবাবপত্র ও ব্যবহার্য জিনিস পানি দিয়ে পরিষ্কার করা নিরাপদ নয়।
কাঠের আসবাবপত্র
কাঠের আসবাবপত্রে যদি পানি ব্যবহার করা হয়, তবে এর উপর থাকা পালিশ নষ্ট হতে পারে। তাই চেষ্টা করুন শুকনো কাপড় দিয়ে আসবাবপত্র পরিষ্কার করতে।
আয়না
আয়নার কাচ পানি দিয়ে পরিষ্কার করলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আয়না পরিষ্কার করতে বিশেষ ক্লিনার ব্যবহার করা উচিত।
রূপা ও পিতলের বাসন
এই ধরনের ধাতব বাসন পানি দিয়ে পরিষ্কার করলে জৌলুস হারাতে পারে। বরং তেঁতুল, লবণ ও ভিনেগার ব্যবহার করে পরিষ্কার করলে জৌলুস দীর্ঘদিন বজায় থাকে।
চামড়ার আসবাবপত্র
চামড়ার সোফা বা অন্যান্য আসবাবপত্র পানি দিয়ে পরিষ্কার করলে এতে ছত্রাক জন্মানোর সম্ভাবনা থাকে এবং আসবাবপত্র নষ্ট হতে পারে।
বাড়ির এই আসবাবপত্রগুলো শুকনো কাপড় বা উপযুক্ত ক্লিনার ব্যবহার করে পরিচ্ছন্ন রাখা সবচেয়ে ভালো উপায়। পানি দিয়ে পরিষ্কার করলে এগুলোর আয়ু ও সৌন্দর্য কমে যেতে পারে।




ক্রেডিট কার্ডে খরচের প্রবণতা বাড়ে কেন