দুর্দান্ত গরমে পাতিলেবুর রস দিয়ে বানানো এক গ্লাস শরবতের সঙ্গে আর কোনো পানীয়ের তুলনা হয় না! রান্না এবং খাওয়ার পাতে লেবু প্রয়োজন পড়ে আমাদের। পাতিলেবুর উপকারিতাও অনেক। কিন্তু জানেন কি, গৃহস্থালিরও অনেক কাজেও ব্যবহার রয়েছে লেবুর। চলুন, আজ জানি কীভাবে অন্যান্য প্রয়োজনে লেবু কাজে লাগে তার কিছু টিপস।

ঘরে তরতাজা ভাব আনতে
ঘরের আবহাওয়া পরিষ্কার রাখতে ব্যাবহার করতে পারেন লেবু। এজন্য লেবুটি মাঝখান থেকে কেটে তার উপর লবঙ্গ লাগিয়ে রেখে দিতে পারেন ঘরের মধ্যে। এতে যেমন ঘরের আবহাওয়ায় তরতাজা থাকবে, তেমনই পোকামাকড়ও দূরে থাকে। এর ফলে কেমিক্যালযুক্ত এয়ার ফ্রেসনার ব্যবহার করতে হবে না।
তামার তৈরি জিনিসের দাগ তুলতে
অর্ধেক পাতিলেবু কেটে তার রস বের করে নিন। এবার তার সঙ্গে লবন মিশিয়ে সরাসরি তামার জিনিসের উপর দিয়ে দিন। দাগ উঠে যাবে।

সাদা কাপড় আরও সাদা করতে
সাদা কাপড়কে আরো সাদা দেখাতে আমরা সাধারণত ব্লিচ ব্যবহার করি। কিন্তু এতে কাপড়ের ক্ষমতা নষ্ট হয়। ব্লিচ না করে এক্ষেত্রে ব্যবহার করতে পারেন পাতিলেবু। এজন্য লেবুর কয়েকটি টুকরা একটি পাত্রে পানি দিয়ে ফুটিয়ে নিন। এবার সেই পানির মধ্যে সাদা কাপড় দিয়ে এক ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন।
কাপড়ের দাগ তুলতে
অনেকসময় জামাকাপড়ে এমন দাগ পড়ে যায় যা সহজে উঠতে চায় না। এক্ষেত্রে ওই জায়গাটিতে সরাসরি লেবুর রস দিয়ে এক ঘণ্টা রেখে দিন। এরপরেও যদি দাগ থেকে যায়, তাহলে পানিতে বেকিং সোডা মিশিয়ে ওই জায়গাটি ধুয়ে দিন। চা ও কফির দাগ তোলার ক্ষেত্রে এটি খুব কাজে দেয়।

মাইক্রোওয়েভ পরিষ্কারে
মাউক্রোওয়েভ পরিষ্কার করতেও লেবু ব্যবহার করতে পারেন। এক কাপ পানিতে চার চামচ লেবুর রস নিন। বাটিটা ভেতরে দিয়ে ১ মিনিট ওভেন চালিয়ে দিন। মাইক্রোওয়েভের মধ্যে খাবার ছিটে অনেকসময় অপরিষ্কার হয়ে যায়। লেবুর রস এটি নরম করতে সাহায্য করে। শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই উঠে যায় দাগ।
ঘরবাড়ির দৈনন্দিন পরিচ্ছন্নতায়
আধা কাপ বেকিং সোডায় লিক্যুইড সাবান ও অর্ধেকটা লেবুর মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে বাথটাব, বেসিন এমনকি ঘরের মেঝেও পরিষ্কার করতে পারেন।

রূপচর্চার প্রয়োজনে
হাতের সৌন্দর্য বাড়াতে জন্য পার্লারে যেতে হবে না। একটি বাটিতে লেবুর রস নিন। এতে কিছুক্ষণ হাতের আঙুল ডুবিয়ে রাখুন। আঙ্গুল তো পরিষ্কার হবেই এতে নখের রংও ঠিক থাকবে।
