ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুতি কাপড়েরও চাই সঠিক যত্ন

আপডেট : ১৮ মে ২০২৪, ১০:৩৩ এএম

এই ভ্যাপসা গরমে পোশাকের বেলায় শরীর কিন্তু একটু আরামই খোঁজে। বাড়ির আটপৌরে পোশাক, বাইরে রোজকার কাজের জায়গা কিংবা অনুষ্ঠান, দাওয়াত যাই হোক না কেন পোশাকে স্বস্তি ছাড়া সব মাটি। গরমে তাই সুতির চাহিদা থাকে তুঙ্গে। অন্যান্য ম্যাটেরিয়ালের পোশাকের তুলনায় সুতি পোশাক যে শরীরের জন্য আরামদায়ক এ কথা নতুন করে বলার কিছু নেই। সুতির পোশাক খুব কম সময়ে ঘাম শুষে নেয়।

এছাড়াও সুতি কাপড়ে শরীরে বাতাস চলাচল সহজ হওয়ায় স্বস্তি হয়। ত্বকের জন্যও সুতি ভালো বলে মনে করা হয় ৷ তবে নিত্য ব্যবহার্য সুতির জামাকাপড়ের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন৷ সঠিকভাবে ব্যবহার না করলে এর সুতি পোশাক দ্রুতই তার ঔজ্জ্বল্য হারায়। কীভাবে প্রতিদিনের ব্যবহারের সুতির পোশাকের যত্ন নিবেন চলুন জেনে নেই।

* সুতির পোশাক ধোবার জন্য লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হয়। 

* কখনোই বেশি ঘষে ঘষে সুতি কাপড় ধোবেন না এতে রং উঠে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার সম্ভবনা থাকে৷ 

* কাপড় পরার পর ঘাম হওয়া কাপড় দ্রুত ধুয়ে ফেলবেন। একসঙ্গে ধোবেন বলে জমিয়ে রাখবেন না।

* ধোয়া কাপড় খুব কড়া রোদে শুকাতে দেবেন না ৷ এতে কাপড়ের রং জ্বলে যাওয়ার সম্ভবনা থাকে। সবসময় উল্টো করে কাপড় মেলবেন।

* ওয়াশিং মেশিনে কাপড় ধুলে লিকুউডের সঙ্গে অল্প পরিমাণ ভিনেগার দিতে পারেন ৷ এতে অনেক সময় কাপড়ের রং নষ্ট  হওয়ার ভয় থাকে না।

* সুতির পোশাক কাচার আগে আধঘণ্টা ঠাণ্ডা পানিতে লিকুইড দিয়ে ভিজিয়ে রাখতে পারলে ভালো ৷ এতে কাপড়ের ময়লা সহজে উঠে আসে।

* সব রঙের পোশাক একসঙ্গে ভেজাবেন না। এতে একটার রং অন্যটায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ 

* সুতির পোশাক কাচার পর ভালোভাবে মাড় দিয়ে পরলে ভালো দেখায়। তবে ভাতের মাড়ের বদলে এরারুট দিয়ে মাড় তৈরি করে নিলে ভালো হয়।

* ইস্ত্রি করার সময় সুতি কাপড়ের জন্য ঠিক কতটা তাপ দরকার তা দেখে সেট করে ইস্ত্রি করুন। মাড় দেওয়া কাপড় ইস্ত্রি না করে পরবেন না।

* সুতির পোশাকে ভাঁজে ভাঁজে ঘামের দাগ পড়তে পারে ৷ ধোবার সময় বিশেষ জায়গাগুলো আলাদা করে ডলে কেচে নিতে হবে। 

* সুতির যেসব পোশাক সবসময় পরা হয় না সেগুলো আলমারিতে রাখার সময় ন্যাপথলিন দিয়ে রাখতে পারেন এতে পোকামাকড়ের আক্রমণ থেকে কাপড়কে রক্ষা করা যায় ৷

MB/FI
আরও পড়ুন