ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গৃহস্থালি পরিচ্ছন্নতায় লবণের ব্যবহার

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৮:৪০ এএম

লবণ ছাড়া খাবারের স্বাদ বাড়ানো কোনভাবেই সম্ভব না এ কথা আমরা সবাই জানি। কিন্তু এর যে আরও অনেক ব্যতিক্রমী ব্যবহার রয়েছে তা হয়তো অনেকেই জানেন না। পোশাকে এঁটে বসে যাওয়া দাগ দূর করা থেকে গৃহস্থালি পরিচ্ছন্নতার কাজেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লবণের। কী কাজে লাগাতে পারেন লবণ জেনে নিন।

*দাঁত ব্যথা বা গলা খুসখুস করছে? কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করে নিন।

*ঘর মোছার পানিতে একটু লবণ মিশিয়ে নিন। ঘরে পোকামাকড় ও পিঁপড়ার উপদ্রব কমবে।

*ফ্রিজের ভেতরে তেলাপোকা বা ছোট পোকা ঢুকে পড়ছে কিংবা ফ্রিজ থেকে গন্ধ বের হচ্ছে?। ছোট একটি বাটিতে ১ চা চামচ লবণ ও ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে কাপড় ভিজিয়ে ফ্রিজের ভেতরের অংশ মুছে নিন। তেলাপোকা ঢুকবে না এবং ফ্রিজে দুর্গন্ধও হবে না।

*সাদা টুথপেস্টের সঙ্গে লবণ মিশিয়ে কিচেনের সিঙ্ক পরিষ্কার করুন। জীবাণুমুক্ত ও ঝকঝকে হবে সিঙ্ক। 

*ডিপ ফ্রিজ থেকে মাছ বা মাংস বের করে লবণ মেশানো পানিতে ভিজিয়ে রাখুন। খুব দ্রুত বরফ গলে যাবে।

*বেসিনের সামনে থাকা আয়নায় পানির ফোঁটা ফোঁটা দাগ পড়ে যায়। শুকনা লবণ দাগের উপর ঘষুন। পানি দেওয়ার প্রয়োজন নেই। দাগ দূর হবে।

*একটি স্প্রে বোতলে পানি, ২ চা চামচ লবণ, ২ টেবিল চামচ ভিনেগার ও ১ টেবিল চামচ ডিশ ওয়াশের সোপ মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে চুলা ও সিঙ্কের আশেপাশে স্প্রে করে মুছে নিন। তেলাপোকা আসবে না রাতে।

*জিন্স বা রঙিন কাপড় কাচার আগে কিছুটা লবণ মিশিয়ে পানিতে ভিজিয়ে রাখুন। এতে দ্রুত ময়লা বের হয়ে আসবে ও পোশাকের রঙও ভালো থাকবে।

*৩ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ লবণ মেশান। মিশ্রণে কয়েক ফোঁটা মিন্ট তেল ও ১ টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে দাঁতে লাগান। ব্রাশ করে ফেলুন দাঁত। ঝকঝকে ও সাদা হবে।

*জুতার দুর্গন্ধ দূর করতে লবণ ছিটিয়ে দিন ভেতরে। কয়েক ঘণ্টা পর ঝেড়ে পরিষ্কার করে নিন।

AH
আরও পড়ুন