ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এসি বারবার অন অফ করলে কী হয়

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম

তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। স্বস্তির বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও রোদের তেজে আবারও আগের মতোই অবস্থা। এ সময় এসি ব্যবহার করছেন কমবেশি সবাই। সারাক্ষণ এসি ব্যবহার করে নানান সমস্যা দেখে দিচ্ছে।

আবার বিদ্যুৎ খরচ কমাতে অনেকেই এসি একটু পর পর বন্ধ করছেন। এতে আসলেই কি বিদ্যুৎ খরচ কমছে নাকি বিপরীত হচ্ছে?

এসি কখনোই বারবার অন-অফ করা ঠিক নয়। বারবার অন-অফ করলে এসির জন্য বিদ্যুৎ খরচ বেশি হতে পারে।

দীর্ঘক্ষণ এসি চালু রাখলে কম্প্রেসার অতিরিক্ত গরম হওয়ার আশঙ্কা থাকে। তাই এসি বেশিক্ষণ চালু রাখা উচিত নয়।

একজন এসি বিশেষজ্ঞের মতে, আপনি যদি দীর্ঘ সময় ধরে এসি চালান তবে আপনার মনে রাখা উচিত প্রতি এক থেকে দুই ঘণ্টা অন্তর ৫-৭ মিনিটের জন্য সেটি বন্ধ করা উচিত। এর ফলে এসি কম্প্রেসার দ্রুত গরম হবে না।

কম্প্রেসার খুব পুরানো হয়ে গেলেও অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি রয়েছে। অতিরিক্ত পুরানো এসির কম্প্রেসার গ্রীষ্মকালে অতিরিক্ত গরম হতে পারে। কম্প্রেসারের সময়মতো যত্ন এবং প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কনডেন্সার কয়েল পরিষ্কার করা, ফিল্টার পরিষ্কার করা প্রয়োজেন। কম্প্রেসারের চারপাশে ভালো বায়ু চলাচল থাকলে, ঘর ঠান্ডা করতে এসিকে কম পরিশ্রম করতে হয়। আপনি টাইমার সেট করে রাখতে পারেন। এতে আপনা আপনি ঘর ঠান্ডা হলে এসি বন্ধ হয়ে যাবে।

RK/FJ
আরও পড়ুন