আমাদের সবচেয়ে বড় উৎসব রমজানের ঈদ। আর তাই রোজা শুরুর আগে থেকেই শুরু হয়ে গেছে উদযাপনের প্রস্তুতি। ঈদের আনন্দকে রঙিন করে তুলতে ইতোমধ্যেই নিজেদের সম্ভার নিয়ে ক্রেতার সামনে চলে এসেছে ফ্যাশন হাউজগুলো।
দেশের শীর্ষ সারির ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ প্রতিবারের মতো এবারও থিমনির্ভর কালেকশন নিয়ে ঈদ আয়োজন সাজিয়েছে। মাটি, আগুন, পানি ও বাতাসের এর নানান রূপ-বৈচিত্র্যের চমৎকার বিন্যাস ঘটানো হয়েছে এই আয়োজনের রঙ ও নকশায়। প্রতিটি পোশাককে আকর্ষণীয়, নান্দনিক ও উৎসবমুখী করে তুলতে পাখির রঙ, আলপনা ও জিওমেট্রিক থিমে সামগ্রি তৈরি করা হয়েছে।

পোশাক নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহ। এর সাথে সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের কটন, স্লাব কটন, জ্যাকার্ড কটন, লিনেন, হাফসিল্ক, জর্জেট, ভিসকস, বারফি কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, নীল, ফিরোজা, আকাশি, ব্রাউন, লাল, লাইট অরেঞ্জ, কফি , ডিপ সবুজ।
আধুনিক ও ঐতিহ্যগত প্যাটার্নের কাট অ্যান্ড সুইং ছাড়াও রয়েছে স্ক্রীন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, এমব্রয়ডারি ও কারচুপি কাজের ব্যবহার। মেয়েদের পোশাকের মধ্যে পাওয়া যাবে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, কুর্তি, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজপিস, আনস্টিচড থ্রি-পিস, গাউন ইত্যাদি।
ছেলেদের পোশাকের মধ্যে পাওয়া যাবে পাঞ্জাবি, পায়জামা, কাতুয়া, কাবলি সেট, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, টুপি, উত্তরীয়, ইত্যাদি। ছোটদের জন্য রয়েছে- থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। আছে টিনএজারদের উপযোগী টপস্। এছাড়া জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স, লেডিস জুতা, মানিব্যাগ, বেডকাভার, পিলোকাভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শো-পিস, জুট আইটেম পাওয়া যাবে। উপহার সামগ্রী হিসাবে রয়েছে নানা ডিজাইনের ব্যাগ ও মগ।

পরিবারের সবার জন্যে একই ধরনের ম্যাচিং পোশাক । যাতে বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই ডিজাইন বা থিমের পোশাক পরে উদযাপন করতে পারবে এবারের ঈদ উৎসব । তরুণ প্রজন্মের পছন্দকে মাথায় রেখে তৈরি করা ওয়েস্ট রঙ এর পোশাক, বয়োজ্যেষ্ঠদের আপন ভুবন শ্রদ্ধাঞ্জলি আর শিশুতোষ ফ্যাশনের আনন্দময় জগত রঙ জুনিয়র এর ঈদ আয়োজন। এছাড়া অনেক রকম অফার, আপনজনকে উপহার দিতে রয়েছে ঈদ গিফট ভাউচার।
রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাবে এই ঈদ আয়োজনের সামগ্রী। এছাড়া www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh থেকে অনলাইনে কেনার সুবিধা তো থাকছেই।
