ঋতুচক্রে এখন বর্ষাকাল। কখনো ঝুম বৃষ্টি, কখনো প্যাচপ্যাচে গরম। কাজের প্রয়োজনে এর মধ্যেও বাড়ির বাইরে বের হতে হয়। এমন পরিস্থিতিতে বাইরে বেরনোর সময় কোন ধরনের পোশাক পরে যাওয়া উচিত তা নিয়ে একটু চিন্তা-ভাবনা করতে হয়। এ সময় যে কোনো রঙ বা যে কোন ধরনের পোশাক পরে বের হওয়া ঠিক নয়। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে পোশাক পরতে হলে আপনাকে পোশাক বাছাই করতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যাতে পোশাক পরলে বর্ষায় স্বাচ্ছন্দও ঠিকটাক থাকবে আর ফ্যাশনের সঙ্গেও আপস করতে হবে না। চলুন জেনে নেই কোন বিষয়গুলো এ সময় মনে রাখা দরকার।

* বর্ষায় জর্জেট, সিল্ক, হাফ সিল্ক, সিনথেটিক বা লিনেনের তৈরি কাপড়ের পোশাক পরাই সুবিধাজনক। সুতি কাপড় সবসময়ই আরামদায়ক হলেও বর্ষায় সুতি কাপড় ভিজলে তাড়াতাড়ি শুকোতে চায় না। কাপড় শুকালেও একরকম ভেজা ভেজা ভাব থেকেই যায়। যা অস্বস্তির কারণ হতে পারে।
* বৃষ্টির দিনে পানিতে ভিজে গেলে জামাকাপড় গায়ের সাথে লেগে থাকে। তাই এ সময় টাইট কাপড় চোপড় এড়িয়ে চলুন। এ সব কাপড়ে অস্বস্তি, ফুসকুড়ি বা অ্যালার্জি হতে পারে। এজন্য ঢিলেঢালা পোশাক বেছে নেওয়া ভালো।
* ভারী কাজের পোশাকও বর্ষায় এড়িয়ে চলাই ভালো। কেননা, এসব ভিজে গেলে আরও ভারী লাগে এবং অস্বস্তির কারণ হয়। তাই হালকা পোশাক পরার চেষ্টা করুন। নিয়মিত অফিস, কলেজ এসবের জন্য কুর্তি, টপ, ফতুয়া, হালকা কাজের থ্রি-পিচ বেছে নিতে পারেন।
* বর্ষণমুখর সন্ধ্যার পার্টির আছে? পেরতে পারেন ধূসর এবং সাদা জমিনের শাড়ি। তাতে উজ্জ্বল নীল বা ফুশিয়া পিঙ্ক পাড় বা প্রিন্ট থাকলে তো কথাই নেই। নীল সিল্কও মানাবে এসময়। হালকা জর্জেট-শ্রাগের লেয়ার দেওয়া টিউনিক, ডেনিম আর টপসেও সাবলীল লাগবে। পার্টির আউটলুককে বাড়াতে সঙ্গে পরতে পারেন নান্দনিক অনুষঙ্গের পসরা। পুরুষের পার্টিওয়্যার হিসেবে রঙিন ফুলহাতা শার্ট ও এক্সক্লুসিভ পাঞ্জাবি বাছাই করা যেতে পারে।

* ভারী কোনো জুতো এই সময়ে না পরাই ভালো। ভিজে গেলে এই জুতা শুকাতে সময় নেয়। তাছাড়া পরে হাঁটাও কঠিন হয়ে পড়ে। এ সময়ে ক্রক্স, স্লাইডার, স্নিকার্স, স্যান্ডেল পরতে পারেন স্বচ্ছন্দে। এমন জুতা বা স্যান্ডেল পরুন যাতে আঙুলের ফাঁকে পানি জমে না থাকে।
* বর্ষাকালে বাইরে বেরনোর সময় সঙ্গে অবশ্যই স্কার্ফ রাখবেন। সঙ্গে যদি সবসময় ছাতা নাও থাকে, তাহলে সঙ্গে স্কার্ফ রাখলে তা বৃষ্টির হাত থেকে সাময়িকভাবে বাঁচাতে পারে। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে মাথা ঢেকে নিন স্কার্ফ দিয়ে।
* নিজেকে প্রাণবন্ত দেখাতে পোশাকের রঙ বড় ভূমিকা রাখে। বর্ষার পোশাক বাছাইয়ের সময়ে রঙের দিকেও নজর রাখতে হবে। এ সময়ে সাদা কিংবা হালকা রঙের পোশাক বেশি না পরাই ভাল। উজ্জ্বল রঙের পোশাক পরতে পারেন এই সময়।
* পোশাকের টেকসই কিনা সেটাও খেয়াল রাখতে হবে। অনেক কাপড় ভিজে গেলে রঙ ওঠে। তাই খেয়াল রাখতে হবে যে কাপড়টি পরছেন, তাতে এমন কোনো সমস্যা যেন না হয়।
* বর্ষাকালে মেকআপ খুব হালকা রাখা উচিত। ভালো ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করা যেতে পারে। বৃষ্টির দিনে লিকুইড লিপ কালার এড়িয়ে চলুন। চকচকে বা গ্লসি সাজ এ সময়ের জন্য নয়।

* খুব সুন্দর করে সেজেগুজে বেরিয়েছেন। এমন সময় নামলো ঝুম বৃষ্টি। বর্ষার এ সময় সঙ্গে অবশ্যই ছাতা রাখতে হবে। কোথাও গেলেও সঙ্গে অবশ্যই ছাতা রাখুন।
