ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঘরের শোভায় বাড়ছে সাকুলেন্ট গাছের কদর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পিএম

গোলাপ, জবা কিংবা জিনিয়ার পাশাপাশি ঘর সাজাতে এখন বাড়ছে সাকুলেন্ট গাছের কদর। অল্প যত্নে টিকে থাকা এই ‘পাথুরে গাছ’ শুধু ঘরের শোভাই বাড়ায় না, বরং বাগানের রূপেও আনে ভিন্নতা। মরুভূমি বা পাহাড়ি এলাকায় জন্মানো সাকুলেন্ট আজকাল সমতলেও চমৎকারভাবে বেড়ে উঠছে।

পাতা, কাণ্ড বা মূল- গাছের প্রতিটি অংশেই পানি ধরে রাখার ক্ষমতা থাকার কারণে এগুলো দীর্ঘদিন সবুজ থাকে। আকর্ষণীয় পাতা, দৃষ্টিনন্দন গঠন ও সহজ পরিচর্যার কারণে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সাকুলেন্ট।

সাকুলেন্টের বিশেষত্ব

  • কম যত্নে টিকে থাকে: অল্প পানি ও আলোয়ও বেড়ে ওঠে।
  • দৃষ্টিনন্দন পাতা ও আকৃতি: ঘরের সৌন্দর্য বাড়ায়।
  • ছোট জায়গাতেও মানিয়ে যায়: টেবিল, বারান্দা বা টেরারিয়ামে রাখা যায়।
  • বাতাস পরিশোধনেও সহায়ক: কিছু প্রজাতি ঘরের বাতাস পরিষ্কার রাখতে সাহায্য করে।
  • দীর্ঘস্থায়ী: সঠিক যত্নে বছরের পর বছর বেঁচে থাকে।

কোন সাকুলেন্ট কোথায় রাখবেন

  • জায়গা- উপযোগী সাকুলেন্ট
  • ঘরের ভেতর- অ্যালোভেরা, হাওরথিয়া, জেড প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট
  • বারান্দা- একেভেরিয়া, সেদাম, এগেভ
  • ঝোলানো টব- ডাঙ্কিজ় টেল, স্ট্রিং অব পার্লস

অনেক সাকুলেন্টে ছোট ছোট রঙিন ফুলও ফোটে, যা গাছকে করে তোলে আরও মোহময়।

সাকুলেন্ট বসানো ও পরিচর্যার নিয়ম-

সাকুলেন্টের শিকড় ছোট হয়, তাই চ্যাপ্টা টব ভালো। মাটির টব পানি নিষ্কাশনে সাহায্য করে। বড় গাছের জন্য এক টবে একটিই গাছ রাখুন। ছোট গাছ একসঙ্গে বসানো যায়।

মাটি তৈরির পদ্ধতি

২ ভাগ বাগানের মাটি + ১ ভাগ বালি + ১ ভাগ পিউমাইস (বা চারকোল/কয়লা গুঁড়া)। মাটি যেন পানি জমে না এমনভাবে প্রস্তুত করতে হবে।

বসানোর নিয়ম

নার্সারি থেকে আনা গাছ আলতো করে শেকড়-সহ তুলে নতুন টবে বসান। একাধিক গাছ লাগালে তাদের মাঝে পর্যাপ্ত দূরত্ব রাখুন।

সূর্যের আলো

প্রতিদিন অন্তত ৫–৬ ঘণ্টা হালকা রোদ লাগা জরুরি। আলো না পেলে গাছ দুর্বল হয়ে পড়ে।

পানি দেওয়ার নিয়ম

প্রতিদিন পানি দেওয়ার দরকার নেই। মাটি একেবারে শুকিয়ে গেলে তবেই পানি দিন। অতিরিক্ত পানি দিলে গাছ পচে যেতে পারে।

সাকুলেন্টের যত্ন নিতে খুব বেশি ঝামেলা নেই। একটু রোদ, অল্প পানি আর একটু খেয়াল রাখলেই বছরের পর বছর বাড়ির শোভা বাড়াবে এই সবুজ বন্ধুরা। সঠিকভাবে যত্ন নিলে এরা হয়ে উঠতে পারে আপনার টেবিল, বারান্দা বা জানালার পাশে প্রাকৃতিক এক জীবন্ত শিল্পকর্ম।

NB/AHA
আরও পড়ুন