ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পানিতে হলুদের গুঁড়া মেশানোর ট্রেন্ড কিভাবে শুরু হলো

আপডেট : ২৩ জুন ২০২৫, ০২:৫৭ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গেছে ‘টিংকারবেল টারমারিক ট্রেন্ড’। সম্প্রতি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব খুললেই চোখে পড়ছে পানিতে গুঁড়া হলুদ মেশানোর ভিডিও। এই টেন্ডে গা ভাঁসাচ্ছেন কমবেশি সবাই। তবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ততটা অ্যাকটিভ নন, তাদেরকেও ভাবাচ্ছে বিষয়টা।

এই ট্রেন্ডে অংশ নিতে প্রয়োজন নেই কোনো দামি যন্ত্রপাতির- শুধু একটি কাঁচের গ্লাস, এক চিমটি হলুদ গুঁড়া, মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট আর পানি। এতেই তৈরি হচ্ছে চোখ ধাঁধানো এক আলোঝলমলে দৃশ্য।

ট্রেন্ড নিয়ে যা জানা গেলো

গত ১৪ জুন টিকটকে একটি ভিডিও পোস্ট করেন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেন। ভিডিওতে দেখা যায়- প্রায় অন্ধকার একটি ঘরে একটি কাঁচের গ্লাসে গুঁড়া হলুদ ঢালছেন তিনি। গ্লাসের নিচে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বলছে। পুষ্পার আশপাশে ছিলেন আরও কয়েকজন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর। পানিতে হলুদ গুঁড়া পড়তেই গ্লাসে ছড়িয়ে পড়ে রহস্যময় হলুদ আভা। চোখেমুখে বিস্ময় আর মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকেন উপস্থিত সবাই।

এই দৃশ্যই হয়ে ওঠে ভাইরাল। ২২ জুন রাত ১১টা পর্যন্ত পুষ্পা গোমেনের ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্টে ভিডিওটির ভিউ ছাড়িয়েছে সাড়ে তিন কোটি! সেখান থেকেই শুরু ‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড’।

‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড’ কিভাবে করবেন?

» প্রথমে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট চালু করুন
» ফ্ল্যাশলাইটের উপর উল্টো করে রাখুন পানিভর্তি একটি কাঁচের গ্লাস
» ঘরের সব আলো নিভিয়ে দিন, যেন একেবারে অন্ধকার হয়
» এবার গ্লাসের মধ্যে দিয়ে দিন এক চিমটি হলুদ গুঁড়া
» দেখুন, কিভাবে গ্লাসের ভেতরে আলো ছড়িয়ে পড়ছে জাদুর মতো

RK
আরও পড়ুন