আমাদের জীবন-যাপন প্রক্রিয়া অনেকটাই পাল্টে গেছে। শারীরিক- মানসিক চাপ বেড়েছে। ব্যস্ততা বেড়েছে বহুগুণ। সারাদিন কাটছে অফিস ডেস্কে কম্পিউটার বা ল্যাপটপের সামনে, বাড়ি ফিরেও সেই একই রুটিন। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করে কাটছে অনেকটা সময়। বাড়ছে টেনশন, স্ট্রেস। আর এই সব কিছুর প্রভাব পড়ছে শরীরের উপর। ভালো করে লক্ষ্য করলেই দেখবেন, কতটা ক্লান্ত হচ্ছে আপনার চোখ। চোখের নিচে পড়ছে ক্লান্তির ছাপ। প্রসাধনী দিয়ে সাময়িক আড়াল করলেও তা রয়েই যায়। ফলে কীভাবে চোখের এই কালো ছোপ দূর করবেন সেটার সমাধান খোঁজাটাই বুদ্ধিমানের কাজ হবে। চোখের নীচের কালো দাগছোপ কী ভাবে তুলবেন, চলুন জানি সেটাই।
শসা এবং আলুর মাস্ক: শসা এবং আলুর প্রাকৃতিক ব্লিচিং গুণ রয়েছে। এ দুইটি উপাদান ডার্ক সার্কেল কমাতে খুব ভালো কাজ করে। শসার রসের সঙ্গে আলুর রস মিশিয়ে নিন। এরপর এতে তুলা ভিজিয়ে ডার্ক সার্কেলের ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে চোখ ধুয়ে ফেলুন।
টোমেটোর রস: চোখের নীচের কালি তুলতে টমেটোর জুড়ি নেই। টমেটোর রস তৈরি করে তার মধ্যে খানিকটা লেবুর রস মিশিয়ে নিয়ে চোখের নিচে লাগাতে পারেন।

কফি, কোকো পাউডার, মধু: এক চামচ কফিবিন গুঁড়োর সঙ্গে পরিমাণমতো কোকো পাউডার ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে চোখের নিচের অংশসহ পুরো মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে আমন্ড তেল লাগিয়ে নিন।
গোলাপ জল এবং দুধ: গোলাপ জল এবং দুধের মাস্ক ডার্ক সার্কেল হালকা করতে খুব কার্যকর। একটি ছোট পাত্রে ১ টেবিল চামচ দুধের সঙ্গে ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। চোখের নিচের অংশে এই মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।
টি ব্যাগ: টি ব্যাগ দিয়ে নিজের চা বানান? চা হয়ে যাবার পর টি ব্যাগগুলি ফেলে দেবেন না। টি ব্যাগের গুণেই চোখের নীচের কালি মুছে যাবে। বিশেষ করে গ্রিন টিতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ত্বককে ভিতর থেকে মসৃণ করে।
দই,মধু, গোলাপ জলু: চোখের কালো দাগ দূর করতে দই উপকারী। দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সি অ্যাসিড নতুন কোষের পরিমাণ বৃদ্ধি করে। দই, মধু আর গোলাপ জলের প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এ্যালোভেরা জেল: ত্বকের যে কোনও সমস্যার সমাধানে এ্যালোভেরা জেল সত্যিই অভূতপূর্ব কাজ করে। চোখের নীচের দাগ তুলতেও কিন্তু ব্যবহার করতে পারেন এ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ‘ডার্ক সার্কল’ মুছে ফেলতে সাহায্য করে।
ম্যাসাজ: চোখের নিচে কালো দাগ পড়লে তা দূর করতে সাহায্য করবে ম্যাসাজ। নিয়মিত চোখের নিচের অংশে হালকা হাতে ম্যাসাজ করুন। আঙ্গুলের উপরের অংশ দিয়ে চোখের চারপাশে ক্রিম লাগানোর মতো করে ম্যাসাজ করতে থাকুন। এতে করে চামড়ায় অনেকটাই টানটান ভাব আসবে।
