বাবা আমাদের সবচেয়ে বড় নির্ভরতার জায়গা। প্রতিটি সন্তানের জীবনে আদর্শ পুরুষ হলো তার বাবা। গুটি গুটি পা ফেলে হাঁটার দিন থেকেই সন্তান জানে এই মানুষটি তাকে পড়ে যেতে, আঘাত লাগতে দেবে না। সেই বাবাকে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর জন্য বিশেষ একটি দিনের প্রয়োজন পড়ে না। তবু বিশেষভাবে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বাবা দিবস উদযাপিত হয় বাবাকে সম্মান জানাতে। এই বিশেষ দিনে বাবার জন্য উপহার কেনা যেতেই পারে। এ বছর দিনটি যেহেতু ঈদের আগেই পড়ে গেল তাই ঈদ ও বাবা দিবসকে মাথায় রেখে চলুন জেনে নেই নিত্য ব্যবহার্য কোন জিনিসগুলো বাবার জন্য কিনতে পারেন।

পারফিউম
পারফিউম বাবার জন্য একটি আদর্শ উপহার হতে পারে। এমন একটি ব্র্যান্ডের পারফিউম নির্বাচন করুন যা আপনার বাবা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। বা তিনি অনেক দিন ধরেই কিনতে চেয়েছিলেন। আপনি এটি তার আলমারিতে চুপচাপ রেখে দিতে পারেন। এতে করে আপনার বাবা চমকে যাবে।
থার্মাল পানির বোতল
বাবা যদি সকালে নিয়মিত হাঁটেন কিংবা বেশ খানিকটা পথ পায়ে হেঁটে অফিসে যান তাহলে নিশ্চয়ই পথে পানি প্রয়োজন হতে পারে। এর জন্য থার্মাল বোতল উপহার হিসেবে দিতে পারেন। এই তীব্র গরমে থার্মাল বোতল থেকে তিনি যেমন কিছুটা ঠাণ্ডা পানি পান করতে পারবেন। তাই, সুন্দর একটি থার্মাল পানির বোতল হতে পারে বাবার জন্য বিশেষ উপহার।
দাড়ি সংক্রান্ত আইটেম
দাড়ির যত্নের আইটেমগুলো উপহার দিতে পারেন। যদি আপনার বাবা দাড়ির যত্ন নিতে ভালোবাসেন তবে এটি হবে শ্রেষ্ঠ একটি উপহার। এ সব কিটে মুখ এবং দাড়ি ধোয়া, দাড়ি বৃদ্ধির তেল, দাড়ি নরমকারী শ্যাম্পু, দাড়ি চিরুনি, কাঁচি এবং আরও অনেক কিছু থাকে। তাই এটি হতে পারে আপনার জন্য বিশেষ উপহার।
অফিস ব্যাগ
প্রতিদিন অফিসে যাবার সময়ে আপনার দেওয়া ব্যাগ হতে পারে বাবার জন্য একটি বিশেষ উপহার। তাই ভালো কোনো ব্র্যান্ডের অফিস ব্যাগ নির্বাচন করতে পারেন উপহার হিসেবে।
নোটবুক ও কলম
বাবা দিবস উপলক্ষে আপনার বাবাকে ভালো মানের সুন্দর নোটবুক ও কলম উপহার দিতেই পারেন। কাগজের মান, বাইন্ডিং ও কভারের সৌন্দর্য দেখে নোটবুক নির্ধারণ করুন। আর কলমের ক্ষেত্রে ভালো কোনো ব্র্যান্ডের কলম বেছে নেওয়াই ভালো।

বই
যেকোনো বিশেষ দিনে উপহার হিসেবে বইয়ের প্রচলন বহু আগে থেকে। তাই এই বিশেষ দিনেও বই হতে পারে আপনার সেরা উপহার। বাবার পছন্দের লেখক কিংবা কোন ধরনের বিষয় পছন্দ করেন, সেদিকে খেয়াল রেখে বই কিনুন।
স্মার্টওয়াচ
আপনার বাবার জন্য ব্যতিক্রমী উপহার হতে পারে স্মার্টওয়াচ। একটি স্মার্টওয়াচ আপনার বাবার স্বাস্থ্যের উপর নজর রাখবে। আপনার বাবা অবশ্যই এটি পছন্দ করবেন। এগুলোতে হার্ট রেট ট্র্যাকার থাকে। এমনকি প্রতিদিনের সকল ক্রিয়াকলাপও ট্র্যাক করতে পারবেন তিনি।
চশমা
চশমা অনেকেরই নিত্যদিনের সঙ্গী। আপনার বাবা যদি চশমা পরেন তবে তাকে উপহার দিতে পারেন ডাস্ট প্রোটেকটেড, সান প্রোটেকটেড ও অ্যান্টি রিফ্লেকশন সুবিধা সমৃদ্ধ চশমা। বাবাকে সঙ্গে নিয়ে তার চোখের পরীক্ষাটা করে জেনে নিন চোখের পাওয়ার ঠিক আছে কি না। তারপর তার পছন্দমতো ফ্রেম কিনে চশমা করতে দিন।
ওয়ালেট
আপনি আপনার বাবাকে মানিব্যাগ উপহার হিসেবে দিতে পারেন। যখনই তিনি তার মানিব্যাগটি খুলবেন, এটি তাকে আপনার কথা মনে করিয়ে দেবে। এ ক্ষেত্রে চামড়ার মানিব্যাগগুলো বেছে নিন।
টাই এবং কাফলিংক কম্বো
টাই এবং কাফলিংক-এর সেট আপনার বাবার জন্য দারুণ স্টাইলিশ উপহার হতে পারে। চেষ্টা করুন কালো বা ধূসর রঙের টাই ও কাফলিংক কিনতে। এতে করে তিনি যে কোন রঙের শার্টের সঙ্গে এই কম্বোটি পড়তে পারবেন।
