ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জেনে নিন শাহী তেহারি রান্নার রেসিপি

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৪:০৭ পিএম

ঈদ কিংবা যেকোনো উৎসবের রান্নায় শাহী স্বাদ যোগ হলে যেন খাবারের আয়োজন আরও বেশি পূর্ণতা পায়। কারণ উৎসব মানেই বাহারি বিভিন্ন রকমের খাবারের আয়োজন। ঈদের দিনের আয়োজনে শাহী তেহারি রাখতে পারেন। এটি তৈরির রেসিপি সাধারণ তেহারির মতো নয় বলা চলে। কারণ এর সঙ্গে যোগ করতে হয় কয়েক রকমের উপকরণ। চলুন জেনে নিই শাহী তেহারি রান্নার রেসিপি-

তৈরি করতে যা প্রয়োজন

  • গরুর মাংস- দেড় কেজি
  • চাল- ৫০০ গ্রাম
  • বাদাম+পোস্ত বাটা- ২ চা চামচ
  • তেল ও ঘি- দেড় কাপ
  • পেঁয়াজ কুচি- দেড় কাপ
  • আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ- ১৫-২০টি
  • টকদই ও ঘনদুধ- আধা কাপ করে
  • লবণ ও চিনি- স্বাদমতো
  • টমেটো সস- আধা কাপ
  • ধনিয়া ও জিরা গুঁড়া- ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
  • গোলাপজল- ১ চা চামচ
  • এলাচ, দারুচিনি, লবঙ্গ, জায়ফল-জয়ত্রী গুঁড়া- ২ চা চামচ।

তৈরি করবেন যেভাবে 

গরম মাংস ছোট করে কেটে নিন। এবার সব মসলা দিয়ে মেখে রাখুন। পাত্রে তেল গরম করে পেঁয়াজ লাল করে ভেজে নিন। এবার তাতে মাংস রান্না করে নিন। অন্য পাত্রে তেলে চাল ভেজে পরিমাণমতো পানি দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে রান্না করা মাংস দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার ঢেকে অল্প আঁচে দমে রাখুন বিশ মিনিট-আধা ঘণ্টার মতো।

Raj
আরও পড়ুন