বর্ষাকাল মানেই অঝোর বৃষ্টি আর ভিজে পথঘাট। অফিস, স্কুল বা দৈনন্দিন কাজের জন্য অনেক সময়ই আমাদের বৃষ্টির মধ্যে বের হতে হয়। তখন মাথায় আসে চিরচেনা প্রশ্ন ছাতার কথা। চলুন দেখে নেওয়া যাক কোন ছাতাটা আপনার জন্য উপযোগী হতে পারে।
লম্বা, কাঠের হাতল দেওয়া, পুরনো দিনের মতো দেখতে ছাতাগুলোই ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি কার্যকর। এগুলোকে জনস আমব্রেলা বলে। বৃষ্টির ছাঁট আটকায় আর টেকসইও হয়।
গল্ফ খেলার সময় যে বড় সাইজের ছাতাগুলো ব্যবহার হয়, সেগুলো দারুণ কার্যকর। গল্ফ ছাতা দমকা ঝোড়ো হাওয়াতেও উল্টে যায় না। বৃষ্টির ছাঁটও আটকায়।
আজকাল সবচেয়ে বেশি ব্যবহার হয় থ্রি-ফোল্ড ছাতা। এগুলো টেকসই হয় না। ভারী বৃষ্টিতে কার্যকরও নয় খুব একটা। হালকা বৃষ্টিতে থ্রি-ফোল্ড ছাতা ব্যবহার করতে পারেন। এগুলো মূলত রোদ আটকানোর ছাতা।
ট্যান্সপারেন্ট ছাতার চাহিদা আজকাল বেশি। এগুলো বড় সাইজেরও পাওয়া যায়। কিন্তু এই ছাতার কাপড় খুব একটা ভাল মানের হয় না। যে কোনও সময় ফেঁসে যেতে পারে।
হাতের কাছে কোনও অপশন না পেলে, ফ্যামিলি ছাতা কিনুন। এগুলো মূলত রামধনু রঙের হয়। আর বড় সাইজেরও হয়। দু'জন মানুষ একসঙ্গে এই ছাতার তলায় চলতে পারবে।
মনে রাখবেন, অতিরিক্ত ভেজা বা জ্বর ঠেকাতে বর্ষার দিনে নিজের সঙ্গে অন্তত একটা ছাতা বা রেইন কোট রাখা উচিত—এই সচেতনতা জরুরি।
