ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুর্ভেদ্য রাত ॥  উমর ফারুক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

রাতের আঁধারও রঙিন হতে পারে
অতীতের চাওয়া সুখের সাক্ষী হতে
দিগন্তের অদৃশ্য অপ্সরীর মৃদু স্পর্শে
আয়নার মতো হয়েছে দৃশ্যমান
হৃদয়ের অলিন্দে ঘটেছে আগমন।

দুর্ভেদ্য রাতেও কাছে টেনেছ
মন-মোহনায় শান্তির চুক্তি করতে
পর্দায় ঢেকে দরজা জানালা
নিজেকে করেছ উন্মুক্ত
দু’ঠোটের উষ্ণ ছোঁয়ার পরশে
শরীরের তাপদাহ যেন আগ্নেয়গিরি
নেয় শীতল সমুদ্র আলিঙ্গনের স্বাদ

মুহূর্তগুলো কেটেছে নিয়ে স্বপ্নজাল
কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল।

আরও পড়ুন